শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
দেশে থাকা অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌র সরকা‌রি ক‌লে‌জের শিক্ষ‌দের মানববন্ধন আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌রে চি‌কিৎসক‌দের মানববন্ধন মুরাদনগরে নাশকতা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার মধ্যবর্তী সেতু হঠাৎ ভেঙ্গে পড়লো মতলব উত্তরে প্রাথমিকে ১৬৩ শিক্ষক পদ শূন্য : চরম ব্যাহত শিক্ষা কার্যক্রম বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা জিতুকে দেখতে গেলেন তানভীর হুদা

চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি করেছে চাঁদপুর জেলা বিএনপি।

Oplus_131072

৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে  শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বক্তব্যে বলেন,  বাংলাদেশ থাকলে জিয়াউর রহমান থাকবে। আওয়ামীলীগ ১৫ বছর দেশকে শ্বশানে পরিনত করেছে। মানুষ খেকো আওয়ামীলীগ, গনতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগকে আর এ দেশের মানুষ চায় না। বিএনপি তো দেশে আছে আপনারা এখন কোথায়। হাসিনা নাকি দেশ থেকে পালায় না, এ দেশের মানুষ দেখছে হাসিনা ও ভুয়া আওয়ামীলীগ পালাইছে। দেশে যত পরিমান হত্যা, গুম ও নির্যাতন করেছেন চাঁদপুর জেলখানাও আপনাকে যেতে হবে।
তিনি আরো বলে, আজকের সরকারকে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা  প্রত্যাহার করে অনতিবিলম্বে দেশে আসার সুযোগ করে দিতে হবে। আমরা এ সরকারকে অপদস্ত করতে চাই না। এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি।  যদি তারেক রহমান একবার দেশে চলে আসে তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। কারন তারেক রহমান দেশে আসার খবর ছড়িয়ে পড়লে এই চাঁদপুর থেকেই লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে ছুটবে। আমরা চাই ভোটের অধিকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। বিএনপি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, চাঁদপুরে একটা ভুয়া মহিলা এমপি ছিল। তাকে সকলে সোনামনি বলে ডাকে। আমরা বলি তিনি ভুয়ামনি। এখন কেন কাঁদছেন। তখন মনে ছিল না। বিএনপি জনগনের দল। সকল নেতা-কর্মীকে ধর্য্য ধরতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও আওয়ামীলীগের পেতাত্মারা বিভিন্ন স্থানে ঘাপটি ধরে বসে আছে। কোথাও  কোন অনিয়ম হলে তাকে পুলিশের কাছে তুলে দিবেন। যে পর্যন্ত ভোটের অধিকার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।
আব্দুস সালাম বলেন, খালেদা জিয়া নাকি ২ কোটি টাকা লুট করেছে। তাই মামলা দিয়েছে। আর আপনি কোটি কোটি টাকা লুট করেছেন। শেখ হাসিনা নাকি হুট করে দেশে আসবে। আমরা বলতে চাই এ দেশের জনগন আবার আপনাকে হুট করে ধরে ফেলবেন। দেশের ব্যাংকগুলোতে লুট করা হয়েছে। টাকা নাই। গ্যাংস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে নি। জনগনের বিরুদ্ধে থেকে কোন সরকার আজ পর্যন্ত টিকতে পারনি, তার প্রমান আওয়ামীলীগ। তার প্রমান ৫ আগষ্ট। ইনশাল্লাহ জনগনকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা নির্বাচনে অংশ নেব এবং বিজয়ী হব।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য  রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।
আরোও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারন সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,
সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
সভার শুরুতে কোরআন তেলওয়াত জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওঃ জাকির মৃধা।
আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com