মোঃ ফাহাদ শেখ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের যুবদলের আলোচনা সভায় ৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি অনুমোদন। বিকাল ৪ টায় চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ওয়ার্ড যুবদলের আলোচনা সভায়, এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৮ মার্চ সোমবার বিকাল ৩ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, মোঃ খোরশেদ আলম গাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন গাজীর পরিচালনায়, প্রধান অতিথীর বক্তব্য রাখেন,চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্জয় পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটওয়ারী, ১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন গাজী,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আমজাদ গাজী, মোঃ আকবর পাটওয়ারী, জসিম গাজী,বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল শেখ,সহ বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল আরো অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মোঃ জুয়েল খান, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার প্রমুখ। ৭ নং ওয়ার্ড যুবদলের আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মরহুম মোঃ মানিক খান এর অকাল মৃত্যুতে বিএনপি, যুবদল, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দু ১ মিনিট নিরবতা পালন করেন।