মানিক দাস // চাঁদপুরে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি পুর্ন গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পূর্বে জেলা ক্রীড়া সংস্হার সামনে থেকে কয়েক শতাধিক ছাত্র, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্হান নেয়।
তারা বলেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সংস্কারের জন্য গত ৫ জানুয়ারি এডহক কমিটি গঠন করা হয়। সেখানে ছাত্র প্রতিনিধি হিসাবে অন্তভূক্ত করা হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ক্রীড়া সংগঠক মারজুক মুঈদকে। আমরা তার সংস্কারমুলক কার্যক্রম দেখেছি, তিনি আমাদের সাথে সংকট সমাধানে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে কাজ করেছেন। তিনি মাঠ সংস্থার খেলোয়াড়দের ট্রাকস্যুট প্রদান এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন।
আমরা লক্ষ্য করছি হঠাৎ করে প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৯ জানুয়ারি মারিজুক মাঈদের পরিবর্তে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মোঃ মহিউদ্দিন নামক একজনকে।যিনি মূলত ক্রীড়াঙ্গনের কেউ নয় এবং চাঁদপুরেও তিনি কখনো কোন আন্দোলন সংগ্রাম এবং ক্রিড়া ক্ষেত্রে ভূমিকা রাখেন নি। (এই মহিউদ্দিন আমলে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল)।
তারা আরো বলেন, এখানে পস্তত চরম বৈষম্য দেখতে পাচ্ছি আমরা বিপ্লবের স্পিরিট বিরোধী। আমরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা মারজুক মুঈদ ঐশ্বর্যকে চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটিতে ছাত্রপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমাদের এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে চাঁদপুরের সকল খেলোয়াড় এবং ছাত্রদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচি শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লীগের প্রদান করা হয়।