১৭ মার্চ সোমবার চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্বাবধানে এবং উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হামাকর্দি গ্রামের (সিরাজ খাঁ এর ভাড়াটিয়া) মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৩৩)কে ১৫ (পনের) পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপর আরেক মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের (মৃধা বাড়ী) মাদক ব্যবসায়ী মোঃ মোবারক মৃধা (৪৫)কে ২০০ গ্রাম গাঁজা ও ৫(পাঁচ) পিস ইয়াবাসহ আটক করা হয়।
এদের বিরোদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম যথাক্রমে গাঁজা ও ইয়াবা সংক্রান্ত ধারায় পৃথক পৃথক ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
একই দিনে অন্য অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জাম সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলামের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করেন। এসময় সাং:চেয়ারম্যান ঘাট, জি.টি.রোড এলাকার মোঃসুমন হাওলাদার (২৩)কে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। বর্ণিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।