শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
দেশে থাকা অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌র সরকা‌রি ক‌লে‌জের শিক্ষ‌দের মানববন্ধন আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌রে চি‌কিৎসক‌দের মানববন্ধন মুরাদনগরে নাশকতা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার মধ্যবর্তী সেতু হঠাৎ ভেঙ্গে পড়লো মতলব উত্তরে প্রাথমিকে ১৬৩ শিক্ষক পদ শূন্য : চরম ব্যাহত শিক্ষা কার্যক্রম বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা জিতুকে দেখতে গেলেন তানভীর হুদা

চাঁদপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ীতে স্বামীর রহস্যজনক মৃত্যু!

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর শহরতলীর ওয়াপদাগেইট এলাকায় রাবিয়া আক্তার রিনা নামে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভাড়া বাসা থেকে ওয়াসিম মোল্লা নামে স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার এই মৃত্যু রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।

২২ ডিসেম্বর রোববার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তালাকপ্রাপ্ত স্ত্রী রাবেয়া আক্তার রিনাকে আটক করে পুলিশ।
ওয়াসিম শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার আরশিনগর ইউনিয়নের আবুল মোল্লার ছেলে। তিনি চাঁদপুরে প্রাণ কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে চাকরি করতেন।
স্থানীয় লোকজন ও ওয়াসিমের স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, ওয়াসিম প্রাণ কোম্পানীতে চাকরি করা অবস্থায় ফেসবুকে খলিশাডুলি এলাকার সিরাজুল ইসলামের ৩৫ বছর বয়সী মেয়ে প্রবাসী স্ত্রী রাবিয়া আক্তার রিনার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। প্রবাসীকে তালাক দিয়ে বিগত ছয় মাস পূর্বে রিনা ও ওয়াসিমের বিয়ে হয়। ঘটনা জানাজানি হলে একমাস পূর্বে রিনা পরকীয়া প্রেমিক ওয়াসিমকে তালাক দেয়।
তবে ঘটনার দিন ২১ ডিসেম্বর শনিবার  দিনগত রাতে রিনা তালাকপ্রাপ্ত স্বামী ওয়াসিমকে ফোন করে ভাড়াটিয়া বাসায় ডেকে এনে রাত্রি যাপন করে। রবিবার ভোর পাঁচটায় ট্রিপল নাইনে ফোন করে রিনা পুলিশকে তার তালাকপ্রাপ্ত স্বামী আত্মহত্যা করেছে বলে অবগত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াসিমের মরদেহ রান্নাঘর থেকে উদ্ধার করে।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তালাকপ্রাপ্ত স্ত্রী রিনা ফোন করে ওয়াসিমকে ডেকে এনে বহিরাগত মানুষ দিয়ে হত্যার পর আত্মহত্যার নাটক সাজায়। এই ঘটনায় রিনা সহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়না তদন্ত শেষে ওয়াসিমের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। তবে নিহতের পরিবারের সজনরা এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com