৪ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া, মমিন পাড়াসহ বেশ কিছু এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন : চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার ইউসুফ বেপারীর ছেলে ইব্রাহিম ইউসুফ আবির (১৯) ও বড় স্টেশন এলাকার দেওয়ান বাড়ির হাশিম দেওয়ানের ছেলে সিয়াম হোসেন (১৪)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, কিশোর গ্যাং নির্মূল করার লক্ষ্যে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করেছি। আদর্শ মুসলিম পাড়া ও মমিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করতে সক্ষম হই।
এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।