নবী খোকনঃ চাঁদপুরের কচুয়ায় ০৫ মার্চ ৯টা ১০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ঐ অভিযানে কচুয়া উপজেলার কড়াই এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৮) এবং পরেশ দাস (৪৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীর নিকট হতে ১২৩ পিচ ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী এবং গ্রেফতার কৃত আসামীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।