প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ২৬ লাখ ৭০ হাজার ৩শ ৪৯ // মডানা গ্রহন করছে ২১ হাজার ৮ শ ১৭ জন
মানিক দাস // কোভিড-১৯ মহামারির কারণে চাঁদপুরে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতো পরিচালিত হয়ে আসছে।
https://www.youtube.com/watch?v=QxOtHMEGEsE&t=138s
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, স্কুল ভ্যাকসিনের ২ লাখ ৮০ হাজার শিক্ষার্থীকে প্রথম এবং ৬০ হাজার শিক্ষার্থীকে দ্বিতৃয়ডোজ টিকা দাওয়া হয়েছে।কওমি মাদ্রাসার প্রথম তাদের কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে। চাঁদপুর পৌর এলাকায় প্রথম ডোজ নিয়েছে ৮০ ভাগ মানুষ এবং ৭০ ভাগ মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।
সিভল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন করেছে ১৩ লাখ ২২ হাজার ৯শ ৪৭ জন।তার বিপরীতে টিকা গ্রহণ গ্রহন করেছে সব ডোজ মিলে ২৬ লাখ ৬৯ হাজার ৩ শ ৪৩ জন।
শুরু থেকেই চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশনের সংখ্যা হচ্ছে ১৫ লাখ ৬৭ হাজার ৯শ ৪৭ জন। প্রথম ডোজ গ্রহণকারীরে সংখ্যা ১৫ লাখ ৬৭হাজার ৯শ ১৭ জন এবং ২য় ডোজ গ্রহণকারীর সংখ্যা ১১লাখ ২ হাজার ৪শ ৩২ জন।তৃতীয় ডোজ গ্রহন করেছে ২১ হাজার ৮ শ ১৭ জন। ১০ফেব্রিয়ারী বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানা গেছে ।
এ ছাড়াও ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার শিক্ষার্থী বৃহস্পতিবার পর্যন্ত টিকা গ্রাহণকরেছে। বুস্টার বা মর্ডানার টিকা গ্রহণকারীর সংখ্যা ২১ হাজার ৮ শ ১৭ জন। টিকাগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন জানান।
ছাত্র-ছাত্রীদের যাদের বয়স ১২ থেকে ১৭ বছর হয়েছে কেবলমাত্র ঐসব ছাত্র-ছাত্রীদের টিকার আওতায় আনা হয়েছে বলে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা পরিদর্শক মো.আজিজুর রহমান জানিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় চাঁদপুরে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন ও টিকা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা এই টিকা গ্রহণ করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এ টিকা গ্রহণ শেষে বিদ্যালয় খুলে দিলে শিক্ষার্থীরা পড়া হতে পারে। এসব কোমলমতি শিক্ষার্থীরা যাদের বয়স ১২ থেকে ১৮বছর তারাই শুধু এই টিকা গ্রহণ করছে। আজকে আমাদের ফরকাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ নির্ধারণ হয় আমরা শিক্ষকরা তাদের কে নিয়ে সিভিল সার্জন কার্যালয় ও আল-আমিন ইস্কুলের টিকা দিতে নিয়ে এসেছি। তাছাড়া ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ও আক্কাস আলী রেলওয়ে একাডেমির কয়েক জন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন আমরা আজকে শিক্ষার্থীরা করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করলাম। এতে করে আমরা আমাদের নিজেদেরকে স্বাস্থ্য সুরক্ষায় আওতায় এনেছে। এ টিকা গ্রহণ করে আমরা কোন অসুস্থ অনুভব করিনি বরং ভালো লাগছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে ধন্যবাদ জানাই।