গত ১৩ মার্চ বৃহস্পতিবার অধিবাস, ভাগবত পাঠ ও বুড়ির ডেরা পুরানোর মাধ্যমে দোল উৎসবের কার্যক্রম শুরু করা হয়। গতকাল ১৪ মার্চ শুক্রবার রাতে
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গোপাল জিউর আখড়া মন্দিরে প্রবেশ করেন। এসময় তিনি সনাতনি ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি অভিজিৎ রায়,জেলা বিএনপির সহ সভাপতি ডিএম শাহজাহান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ রিপন,
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী,মন্দির পরিচালনা কমিটির নিরঞ্জন পাল মনা, তপন চন্দ, খোকন পোদ্দার, সমর দাস, স্বপন সাহা, চীর রঞ্জন রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও অসংখ্য ভক্তবৃন্দ।
৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ চলবে আগামী ১৮ মার্চ মঙ্গলবার পর্যন্ত। অহোরাত্র ৫ দিনব্যাপী ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠানে হরিনাম সুধা পরিবেশন করেঃ বরিশালের ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়, শুভাশ্রী সম্প্রদায়, বাবা তারকনাথ সম্প্রদায়, ভোলার অষ্টসখী সম্প্রদায় ও টাঙ্গাইলের চৈতন্য সংঘ। তাছাড়া অষ্টকালীন কীর্তন পরিবেশন করবে ফরিদপুরের সুজন সূত্রধর ও তার দল, বগুড়ার পুষ্পরানী ও তার দল এবং ভারতের তনুশ্রী চৌধুরী এবং তার দল।