মানিক দাস // চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবিতে) যোগদান করেছেন ইন্সেপেক্টর সূজন কান্তি বড়ুয়া।তিনি ১ নভেম্বর চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবিতে যোগদান করেছিলেন।তিনি জেলা গোয়েন্দা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছেন। এ বিষয়ে তিনি বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার আমি পূর্ণ অফিসার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ পেয়েছি।তাই জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ ( ডিবিতে) হিসেবে নিজেকে আরো বেশি দায়িত্ব শীল মনে করি।
পুলিশ সুপার মহদোয়ের কাছে কৃতঞ্চতা প্রকাশ করছি, সকলের দোয়া ও আশির্বাদে আমি সততার সাথে দায়িত্ব পালন করে সমাজ কে সুশিল সমাজে পরিণত করবো এটাই হবে আমার অঙ্গীকার।ইনৃসপেক্টর সুজন কান্তি বড়ুয়া বিবাহিত জীবনে স্ত্রী ও এক সন্তানের জনক। ছোট বেলায় মা বাবা মারা গেলে নানার বাড়িতে বড় হন সুজন বড়ুয়া। মামাদের সহযোগীতায় লেখা পড়া করে পুলিশের চাকুরি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি চট্রগ্রাম জেলার বোয়ালখালী গ্রামে জম্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে তিনি প্রিমিয়ার বিশ্ব বিদ্যালয় থেকে এম বি এ পাশ করেন। ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম পি এস পাশ করেন। ২০০৯ সালে পুলিশের চাকুরিতে যোগদান করে কর্মজীবন প্রথম চট্রগ্রাম যোগদান করে সি এম পিতে।রাঙ্গামাটি, হাইমচর থানার পুলিশ পরিদর্শক হিসেবে চাকুরি করেন।তারপর তিনি চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবিতে যোগদান করেছেন।