মানিক দাস // চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ ৪ জনকে আটক করেছে। গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত অনুমান পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে খবর পেয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জাহিদুল হকের নেতৃত্বে এস আই বজলুর রহমান সঙ্গিয় সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।
চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটের পল্টুনে সন্দেহ জনক ভাবে ঘুরা ফেরা করাবস্হায় সুবত চন্দ্র বিশ্বাস (৪২) ও স্ত্রী শেফালি রানী বিশ্বাস (৩৫) কে ২কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করেছে। তারা গাঁজা গুলো কুমিল্লার ভারতীয় সিমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বরিশালে নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্হান করছিল। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।
র্পরদিকে রাত ১টার দিকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। বরগিনার লবনঘোলা গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী ভানু বেগম (৩২) ও শরিষামুড়ি গ্রামের আঃমালেক আখন্দের স্ত্রী খোদেজা বেগম (৩৫) কে আটক করা হয়েছে।তারা ফেন্সিডিল গুলো বরগুনা নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে অবস্হান করছিল।তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা করা হয়েছে।