মানিক দাস // চাঁদপুর নৌ থানা পুলিশের জাটকা রক্ষার অভিযানে ৬ জেলে আটক করেছে। উদ্ধার করেছে প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল। ১৮ এপ্রিল দিনগত রাত ৩ টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে এস আই বজলুর রশিদ সঙ্গীয় সদস্যদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর নামক স্হানের মেঘনা নদীতে অভিযান চালায়।
এসময় কারেন্ট জাল দিয়ে নিষিদ্ধ সময়ে নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন কালে ৬ জন জেলেকে আটক করেছে। আটককৃতরা হলোঃ শরিয়তপুর জেলার সখিপুর থানার দুলারচর গ্রামের সাগর সর্দার (২০),মামুন শিকদার (২২),বোরহান সর্দার (২২),শাহজাহান সর্দার (২১),শরিয়তপুর জেলার চর জিনকিন গ্রামের শামিম বেপারী (২০) ও মুন্সিগঞ্জের চর বাংলা বাজার গ্রামের হাসান হাওলাদার (২০)।এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জদ্বকরা হয়। গতকাল ১৯ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন নৌ খানায় মোবাইল কোট বসিয়ে আটক প্রত্যাক জেলেকে ১৫ দিন করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।