শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
উপদেষ্টা ফারুকীকে নিয়ে যা বললেন চিত্রনায়িকা তমা মির্জা হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ চাঁদপুর মডেল থানায় দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ স্থগিত করেছন হাইকোর্ট। বাজারে ‘বিশৃঙ্খলা’, শুল্ক ছাড়েও কমছে না নিত্যপণ্যের দাম: অর্থ উপদেষ্টা নিখোঁজের ৮ দিন পর গর্ত থেকে পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার অস্ত্র হাতে টিকটক ভাইরাল  ৫ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর পৌর সভার উদ্যোগে  পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে  বিপনীবাগ বাজারের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস  //
চাঁদপুর শহরকে  পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে চাঁদপুর পৌর সভার উদ্যোগে শহরের বিপনীবাগ বাজারের  অর্ধশত অবৈধ ব্যবসায়ী স্হাপনা  উচ্ছেদ করে চাঁদপুর পৌর সভা ।
 ১২ নভেম্বর
 মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত  চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে এ  অভিযান  পরিচালনা করে সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে।
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের  সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেচ মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার  বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন বিভাগের  কর্মকর্তা-কর্মচারীরা।
এ উচ্ছেদ অভিযান বিষয়ে
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, , চাঁদপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে এ ধরনের অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদের স্হাপনা স্ব স্ব উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য   উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে  শহরে মাইকিং করেছি। এরপর আজ আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। ফলে  অবৈধ স্থাপনা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বিপনীবাগ বাজার থেকে  অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছি, পুরো শহরের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই শহরকে পরিস্কার ও  পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সড়কের  ফুটপাত দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। আশাকরি আমাদের উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে পাবে এবং যানজট মুক্ত হবে। তাই জনস্বার্থে আমাদের এই উদ্যোগে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।
উচ্ছেদ অভিযান বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর শহরের অতীত ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং স্বচ্ছ ও সুন্দর এবং যানজট মুক্ত শহর গড়তে আমাদের এ উদ্যোগ। আমার আশা এবং দৃড় বিশ্বাস শহরবাসী এ বিষয়ে আমাদের সহযোগিতার হাত বাড়াবে।
এই বিপনীবাগ বাজার থেকে অবৈধ  উচ্ছেদ অভিযান শুরু হলো পুরো শহরে এ অভিযান চলবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com