স্টাফ রিপোটার // চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া গ্রাম পুলিশকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন।
২ ডিসেম্বর সোমবার ১৪ই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা চাঁদপুর মডেল থানায় নিয়মিত হাজিরা দিতে আসেন। দুপুর অনুমান ১২ টার দিকে চাঁদপুর মডেল থানা সম্মুখে গ্রাম পুলিশদেরকে আইনি ও বিভিন্ন বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া দিক নির্দেশনার প্রমাণ করেন।
এ সময় তিনি বলেন আগামী ৮ ডিসেম্বর রোববার আপনাদের নিয়মিত হাজিরা অনুষ্ঠিত হবে। যেটি হওয়ার কথা সোমবার সেটির পূর্বের দিন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতি থেকে আপনাদের সাথে আলাপ-আলোচনা করবে। তাছাড়া আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত রয়েছেন আপনারা স্ব স্ব ইউনিয়নের অপরাধীদের সম্পর্কে চাঁদপুর মডেল থানা পুলিশকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন। আপনারা প্রতি সপ্তাহে থানায় আসলে স্ব স্ব ইউনিয়নের অপরাধীদের সম্পর্কে ইউনিয়নের দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে যাবেন। অপরাধী যেই হোক না কেন কোনভাবে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে মাদক এবং কিশোর গ্যাং এর বিষয়ে সকল তথ্য আপনারা আমাদেরকে জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।