বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ সন্তানের কাছে তার বাবা সুপারস্টার না: অপু বিশ্বাস ৩০ চীনা কোম্পানির ‘১০০ কোটি ডলারের’ বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে: বিডা চেয়ারম্যান বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা মা-মেয়ে-স্ত্রীর সঙ্গে ঈদের ছবি পোস্ট স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে  জেলা প্রশাসকের লঞ্চঘাট ঘাট পরিদর্শন।। আজ চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ  চাঁদপুর শহরের মার্কেট গুলোতে শেষ মুহূর্তে ক্রেতার পদচারনায় মুখরিত  হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা”য় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ 

চাঁদপুর শহরের মার্কেট গুলোতে শেষ মুহূর্তে ক্রেতার পদচারনায় মুখরিত 

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর শহরে শেষ মুহূর্তে ঈদের বাজার জমে উঠেছে। ক্রেতাদের পদচারণায় মার্কেট গুলো সন্ধ্যার পর থেকে সবচেয়ে বেশি মুখরিত হয়ে ওঠে।
দিনের বেলায় ফিটেফোঁটা ক্রেতা থাকলেও ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত জেতারার শহরের মার্কেটগুলোতে বিচরণ করে তাদের পছন্দমত ঈদের কেনাকাটা ব্যস্ততা সময় পার করছে। আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল ফিতর। শেষ মুহূর্তে সাধারণ মার্কেটগুলোতে ঘুরে ঘুরে পছন্দমত তৈরি পোশাক শাড়ি কাপড় কসমেটিক সামগ্রী এমনকি পাদুকা পর্যন্ত কিনতে দেখা। স্বল্প আয়ের মানুষেরা চাঁদপুর শহরে বড় বড় মার্কেট গুলোতে প্রবেশ না করে তাদের সামর্থ্য অনুযায়ী ফুটপাত এবং ছোট দোকানগুলোতে ভিড় করছে।
দিনের বেলা তরুণ বয়সীরা মার্কেটগুলোতে বিচরণ করলেও ইফতারের পর থেকে গৃহের কর্তা ও নারীরা তাদের সন্তানাদি নিয়ে রেলওয়ে হকার্স মার্কেট, হাকিম প্লাজা, সেবা সিটি সেন্টার, মিয়া মেনশন, নিউ মার্কেট, পূরবী শপিং কমপ্লেক্স, রূপসী মার্কেট, মীর শপিং সেন্টার, বিউটি স্টোর, মালঞ্চ, সাগরকা, ইমরানি, নবরূপা টেক্সটাইল, শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ১ টু ৯৯৯৯ টাকার মার্কেট, বাটা শো রুম, এ ওয়ান প্লাস সহ বিভিন্ন দোকান  ঘুরে পছন্দের জিনিষ ক্রয় করতে দেখা যাচ্ছে। হাকিম প্লাজা মর্কেটের কুয়াশায় তরুন বয়সী ক্রেতার ভীড় অন্য ধরনের। এ দোকানে উন্নত মানের ব্যাণ্ডের তরুনদের তৈরি পোশাক পাওয়া যাচ্ছে।
তাছাড়া শহরের টেইলার্সগুলোতে ক্রেতাদের ভীড় লেগে আছে।ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির কারিগরের ।তারা কাস্টমারের তারিখ মতো পোষাক দেয়ার জন্য দিবা রাত্রি কাজ করে যাচ্ছে।
 বিভিন্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটায় শেষ মুহূত্বে মেতে উঠেছেন। তবে মার্কেট গুলোতে প্রবাসী পরিবারের আনাগোনা বেশি দেখা যায়। মধ্যম ও নিম্নবিত্তে পরিবারের লোকজনও কিনছেন তাদের পরিবারের সদস্যদের জন্য। শহরের বড় বড় বিপণি বিতান ও স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।আলোর ঝলকানিতে সন্ধ্যার পর মার্কেট গুলোতে ক্রেতার দৃষ্টি কেরে নিচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com