দিনের বেলা তরুণ বয়সীরা মার্কেটগুলোতে বিচরণ করলেও ইফতারের পর থেকে গৃহের কর্তা ও নারীরা তাদের সন্তানাদি নিয়ে রেলওয়ে হকার্স মার্কেট, হাকিম প্লাজা, সেবা সিটি সেন্টার, মিয়া মেনশন, নিউ মার্কেট, পূরবী শপিং কমপ্লেক্স, রূপসী মার্কেট, মীর শপিং সেন্টার, বিউটি স্টোর, মালঞ্চ, সাগরকা, ইমরানি, নবরূপা টেক্সটাইল, শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ১ টু ৯৯৯৯ টাকার মার্কেট, বাটা শো রুম, এ ওয়ান প্লাস সহ বিভিন্ন দোকান ঘুরে পছন্দের জিনিষ ক্রয় করতে দেখা যাচ্ছে। হাকিম প্লাজা মর্কেটের কুয়াশায় তরুন বয়সী ক্রেতার ভীড় অন্য ধরনের। এ দোকানে উন্নত মানের ব্যাণ্ডের তরুনদের তৈরি পোশাক পাওয়া যাচ্ছে।
তাছাড়া শহরের টেইলার্সগুলোতে ক্রেতাদের ভীড় লেগে আছে।ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির কারিগরের ।তারা কাস্টমারের তারিখ মতো পোষাক দেয়ার জন্য দিবা রাত্রি কাজ করে যাচ্ছে।
বিভিন্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটায় শেষ মুহূত্বে মেতে উঠেছেন। তবে মার্কেট গুলোতে প্রবাসী পরিবারের আনাগোনা বেশি দেখা যায়। মধ্যম ও নিম্নবিত্তে পরিবারের লোকজনও কিনছেন তাদের পরিবারের সদস্যদের জন্য। শহরের বড় বড় বিপণি বিতান ও স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।আলোর ঝলকানিতে সন্ধ্যার পর মার্কেট গুলোতে ক্রেতার দৃষ্টি কেরে নিচ্ছে।