বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
জুলাই বিপ্লবের ছাত্রলীগ সন্ত্রাসী এখন ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ছাত্রদলের প্রতিবাদলিপিঃ বীরগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ নবাগত ইউএনও‍‍`র সাথে বিভিন্ন শ্রেণী পেশার মতবিনিময় অনুষ্ঠিত। কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। পুঠিয়ায় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল চার মামলার আসামি চাঁদপুর কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান। ৬টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে দুই দিনে জাটকা রক্ষা অভিযানে ২ টন ইলিশ -১০ হাজার মিটার কারেন্ট জাল -৬০ টি চায়না দুয়ারী চাই জব্দ মেঘনা পাড়ের ফসলী জমির মাটি কাটার সঙ্গে জড়িত শিপন খানের খুঁটির জোর কোথায়? চাঁদপুর শহরের নতুনবাজার থেকে যৌথ বাহিনী কর্তৃক ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর শহরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ// চারজনকে ঢাকায় প্রেরন 

  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় রোববার (৯ মার্চ) ভোর রাত অনুমান সাড়ে ৩ টায়  সেহরির খাবার গরম করার সময় বিস্ফোরনের ঘটনাটি ঘটে। এদের মধ্যে আগুনে মারাত্মকভাবে দগ্ধ ৪ জনকে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া ২ জন ভর্তি আছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।
অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেঝ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১)সহ দুই জন।পরিবারের স্বজনরা ধারণ করছেন গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ হয়েছে।
আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোষক পুড়ে যায়। গুরুতর আহত ৬ জনকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল  হাসপাতালে নেয়া হয়। ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।
ভবনের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোর রাতে বিকট শব্দ শোনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙ্গে পড়ে গেছে। এখানে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, হোসেন সর্দার ও দিবা আক্তারকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কেউ ৫০ ভাগ ও কেউ ৬০ ভাগ পুড়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com