মানিক দাস // চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেলে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের আদালতে প্রেরণ করা হয়।
এরআগে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জুবায়েদ হোসেন (১৯), মোঃ ইব্রাহিম গাজী (১৯), মোঃ সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মোঃ আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মোঃ সাফিন আহম্মেদ (১৮)।
পুলিশের সাথে কথা বলে জানাগেছে, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মোঃ আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১১জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ মূলে আদালতে প্রেরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।