মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের গ্রাম পুলিশকে আবাসিক প্রশিক্ষণ প্রদান উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সোমবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাছাই পূর্বে ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে।
তাই আগামীতে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করবে গ্রাম পুলিশ বাহিনী।
তিনি বলেন, গ্রামপুলিশ-মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যতম ভূমিকা পালন করছে। হয়েছে পুলিশের সহযোগী। তবে তাদের নিয়ন্ত্রক স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে সারাদেশের প্রতিটি ইউনিয়নে ১০ জন করে সারাদেশে প্রায় ৪৭ হাজার গ্রামপুলিশ কর্মরত আছেন। প্রতি দশজনের মধ্যে একজন কমান্ডার। গ্রাম পুলিশের এই শক্তিকে উন্নত প্রশিক্ষণ দিয়ে আধুনিকায়ন সরকার উদ্যোগ নিয়েছেন। একজন গ্রাম পুলিশ দিনে ও রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন।
অপরাধ সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, দেশের ইউনিয়ন কমপ্লেক্সেগুলোতে বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা আলাদা অফিস থাকায় সাধারণ জনগণ নাগরিক সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্ধারিত কক্ষ রয়েছে। ইউনিয়ন কমপ্লেক্সগুলো গ্রামীণ সাধারণ মানুষের মিলনক্ষেত্র হিসাবে কাজ করছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান।
প্রসঙ্গ: সরকার গ্রাম পুলিশ সদস্যদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করেছে। সারা দেশের ন্যায় প্রথম পর্যায়ে চাঁদপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নের ১১১ জন গ্রাম পুলিশ সদস্যদের থেকে ৪০ জনকে আবাসিক প্রশিক্ষণ প্রদান করবে। আগামী ২৫ নভেম্বর থেকে মাসব্যাপী এই আবাসন প্রশিক্ষণ চলবে।