মানিক দাস // বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ছাত্রদল বিশাল শোভাযাত্রা বের করে।
বুধবার ১ জানুয়ারী সকালে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়কস্হ ভূমি অফিসের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মূল অনুষ্ঠানে যোগদান করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, জেলা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, রাজু ছৈয়াল, জহিরুল ইসলাম শাওন, শরীফ হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ মাসুদ বেপারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিব খানসহ হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করে।