খেলাধূলার মাধ্যমে মানসিক উৎকর্স সাধিত হয়: প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন
।। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উক্তোলন, শান্তির প্রতীক পায়ড়া ও বেলুন উগানোর মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি বৃহস্পিতিবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ কে এম আবদুল মাননান। এসময়ে তিনি বলেন, চাঁদপুর সরকারি কলেজে দেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। আসার চাকুরি জীবনের ৩৫ বছরের মধ্যে এ কলেজটিতে ৭ বছর ৭ মাস ৭দিন চাকুরী করেছি। এ কলেজ থেকেআ আমার চাকুরী জীবনের সমাপ্তি ঘটে। কলেজটির প্রতি আমার অন্যরকম ভালবাসা কাজ করে আজ আমাকে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি করায় কলেজ অধ্যক্ষসহ সকলের প্রতি কৃতজ্ঞ।
খেলাধূলার মাধ্যমে মানসিক উৎকর্স সাধিত হয়। চাঁদপুর সরকারি কলেজ তার ঐতিহ্য ধরে রেখেছে, করোনাকালীন বা অনন্যান্য কারনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিছুটা বেঘাত ঘটে। আমি ৫২ এ ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের সকল প্রকার অনাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী সকলের প্রতি আমি গবীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুল মাননানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর বিএনপির আহবায়ক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি আক্তার হোসেন মাঝি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া, ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর আনিছুউল আসলাম।