বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের মতলব উত্তরে নদীতে ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

খেলাধূলার মাধ‌্যমে মান‌সিক উৎকর্স সা‌ধিত হয়: প্রফেসর ড. এ এস এম দে‌লোয়ার হো‌সেন

।। জাতীয় সংগীত প‌রি‌বেশ‌নের মধ‌্যদি‌য়ে জাতীয় পতাকা উ‌ক্তোলন, শা‌ন্তির প্রতীক পায়ড়া ও বেলুন উগা‌নোর মধ‌্যদি‌য়ে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ‌ক‌লেজ প্রাঙ্গ‌ণে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

৩০ জানুয়া‌রি বৃহস্প‌ি‌তিবার দিনব‌্যাপী ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরষ্কার বিতরণী প‌র্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের প্রাক্তন অধ‌্যক্ষ প্রফেসর ড. এ এস এম দে‌লোয়ার হো‌সেন চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের প্রাক্তন অধ‌্যক্ষ এ কে এম আবদুল মাননান। এসম‌য়ে তি‌নি ব‌লেন, চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জে দে‌শের এক‌টি ঐ‌তিহ‌্যবাহী ক‌লেজ। আসার চাকু‌রি জীব‌নের ৩৫ বছ‌রের ম‌ধ্যে এ ক‌লেজ‌টি‌তে ৭ বছর ৭ মাস ৭‌দিন চাকুরী ক‌রে‌ছি। এ কলেজ থে‌কেআ আমার চাকুরী জীব‌নের সমা‌প্তি ঘ‌টে। ক‌লেজ‌টির প্রতি আমার অন‌্যরকম ভালবাসা কাজ ক‌রে আজ আমা‌কে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি করায় ক‌লেজ অধ‌্যক্ষসহ সক‌লের প্রতি কৃতজ্ঞ।

খেলাধূলার মাধ‌্যমে মান‌সিক উৎকর্স সা‌ধিত হয়। চাঁদপুর সরক‌া‌রি ক‌লেজ তার ঐ‌তিহ‌্য ধ‌রে রে‌খে‌ছে, ক‌রোনাকালীন বা অনন‌্যান‌্য কার‌নে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা কিছু‌টা বেঘাত ঘ‌টে। আ‌মি ৫২ এ ভাষা আ‌ন্দোলন থে‌কে শুরু ক‌রে মহান স্বাধীনতা যুদ্ধ এবং আমা‌দের সকল প্রকার অনাচার ও বৈষম‌্য বি‌রোধী আ‌ন্দোল‌নে আত্মোৎসর্গকারী সক‌লের প্রতি আ‌মি গবীর শ্রদ্ধা জ্ঞাপন কর‌ছি।

চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ এ কে এম আবদুল মাননানের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উ‌দ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর র‌কিব, পৌর বিএন‌পির আহবায়ক ও চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের সা‌বেক ভি‌পি আক্তার হো‌সেন মা‌ঝি, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা জামায়া‌তে ইসলামীর সে‌ক্রেটারী এড‌ভো‌কেট শাহজাহান মিয়া, ক্রীড়া প্রতি‌যো‌গিতার আহবায়ক প্রফেসর আ‌নি‌ছুউল আসলাম।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com