মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
এর আগে সোমবার (১০ মার্চ) রাতে শহরের পুরান বাজার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ড পুরানবাজার লোহারপুল রয়েজ রোড ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তার পিতা লোহারপুল আদি মিষ্টান্ন ভান্ডার এর মালিক শংকর দত্ত । তন্ময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকসহ অন্যান্য অপরাধে ৪টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।