সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ভোটার রয়েছে ৪শ’৭৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৪৫৫ জন। বাতিল ৫ ভোট।
ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার ফারুক আলম।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ গিয়াস উদ্দিন(ছাতা) ও সাধারন সম্পাদক পদে আবু ইউসুফ লস্কর(মোমবাতি) নির্বাচিত হয়েছে।
সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ভোট পেয়েছেন ২৬৫। নিকটত প্রতিদ্বন্দ্বি মোবারক হোসেন মুফতী ১৮৮ ভোট পেয়েছেন ।
সাধারন সম্পাদক আবু ইউসুফ লস্কর ২৩৭ ভোট পেয়েছেন । নিকটত প্রতিদ্বন্দ্বি সিরাজুল ইসলাম সরকার ২১৫ ভোট পেয়েছেন।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছে।