বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
জুলাই বিপ্লবের ছাত্রলীগ সন্ত্রাসী এখন ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ছাত্রদলের প্রতিবাদলিপিঃ বীরগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ নবাগত ইউএনও‍‍`র সাথে বিভিন্ন শ্রেণী পেশার মতবিনিময় অনুষ্ঠিত। কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। পুঠিয়ায় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল চার মামলার আসামি চাঁদপুর কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান। ৬টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে দুই দিনে জাটকা রক্ষা অভিযানে ২ টন ইলিশ -১০ হাজার মিটার কারেন্ট জাল -৬০ টি চায়না দুয়ারী চাই জব্দ মেঘনা পাড়ের ফসলী জমির মাটি কাটার সঙ্গে জড়িত শিপন খানের খুঁটির জোর কোথায়? চাঁদপুর শহরের নতুনবাজার থেকে যৌথ বাহিনী কর্তৃক ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

জালিয়াতি করে ৪৮ একর জমির মালিক হয় দীপু মনির ভাই টিপু সিন্ডিকেট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃচাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিমে জেগে উঠা চরের জমির কাগজপত্র তৈরি করে ৪৮.৫২৫ একর জমির মালিক হয় কারাবন্দি সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনির বড় ভাই জাওয়াদুর রহিম টিপু। মালিকানা সিন্ডিকেটে তার সাথে রয়েছে আরও ৪জন। এই বিষয়ে অভিযোগ হয় দুর্নীতি দমন কমশিন (দুদক) চাঁদপুর কার্যালয়ে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযোগের আলোকে হাইমচর সাব রেজিষ্ট্রার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ব্যাপক অনুসন্ধান চালায় দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানাগেছে, নীলকমল ইউনিয়নের সোনাপুর, তাজপুর ও বাহেরচর এলাকায় চরের সম্পত্তির মালিকানা নিয়ে ১৯৭৭-১৯৭৮ সালে উচ্চ আদালতে মামলা হয়। কারণ জেগে উঠা এসব চরের জমির কোন মালিকানা ছিল না। এরপর ১৯৮২ সালে হাতে লেখা জেএল তৈরী হয়। ওই জেএল এর মধ্যে দাগ ও খতিয়ান কিছুই নেই। তখন সরকারের পক্ষ থেকে এসব জমি কৃষকদেরকে আবাদ করার জন্য ব্লক তৈরী করে দেয়া হয়। ওইসব ব্লক এর মধ্যে যারা আবাদ করেছেন তারাই সরকারকে খাজনা দিতেন। কিন্তু এসব জমির মালিকানা সম্পর্কিত কোন তথ্যই উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত নেই।

এদিকে জেগে উঠা এসব চরের জমি দখলের মিশনে নামে সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনির ভাই জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাওয়াদুর রহিম টিপু ও তার চক্রের সদস্যরা। তারা এসব জমিতে যারা এক সময় আবাদ করতেন তাদের ওয়ারিশদের মালিক বানিয়ে ২০১৯ সালে ৪৮.৫২৫ একর জমি সাব কবলা দলিল করে মালিক হন। সেখানে গড়ে তোলেন টিপু নগর।

হাইমচর সাব রেজিষ্ট্রার কার্যালয়ের দেয়া তথ্যে জানাগেছে, জালিয়াতি করে কাগজপত্র সৃজন করে এসব জমির মালিক হন জাওয়াদুর রহিম টিপু, নীল কমল ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনুসর আহমেদ ও সাবেক মন্ত্রী দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু।

জেগে উঠা চরে যারা আবাদ করতেন তাদের দেয়া খাজনার কাগজমূলে এসব দলিল কোন ধরণের বৈধতা ছাড়া সাব কবলা দলিল সম্পদিত হয়। খাজনার ওই কাগজে উল্লেখ করা হয় শুধুমাত্র খাজনার জন্য এই রশিদ ব্যবহারযোগ্য। এই রশিদ কোন মালিকানা নয়।

এরপরেও ২০১৯ সালে ২১ মার্চ ৩২৫ নম্বর দলিলে ১২.৮০ একর, একই তারিখে ৩২৬ নম্বর দলিলে ৮.৭৫ একর, ২৮ মার্চে ৩৮১ নম্বর দলিলে ৪.৮০ একর, ১১ এপ্রিল ৪১৫ নম্বর দলিলে ১০.৯০ একর, ৩০ মে ৫৪০ নম্বর দলিলে (দানপত্র) ৭.৮০ একর এবং ১৮ জুলাই ৬৮১ নম্বর দলিলে ৬.৪৭৫ একর জমি সাব কবলা দলিল সম্পদিত হয় উল্লেখিত ৫ ব্যাক্তির নামে।

দলিলের মধ্যে ৪১৫ নম্বর দলিলের দাতা সালাউদ্দিন, ফিরোজ ইকবাল, ৩১৫ নম্বর দলিলের দাতা আব্দুল ফারুক, আবুল সর্দার, নুর মোহাম্মদ, ৩২৬ নম্বর দলিলের দাতা মাছুম হোসেন সরদার, ৩৮১ নম্বর দলিলের দাতা ফিয়ারা বেগম, আকলিমা বেগম, তাছলিমা বেগম, সুমন মিয়া হৃদয়, ফাহিমা আক্তার, সুলতান, শরীফ মিয়া ও নুর মোহাম্মদ, ৫৪০ নম্বর দলিলে দাতা মো. জয়নাল, ৬৮১ নম্বর দলিলে দাতা মাজেদা বেগম, নাছির, রাসেল, হাছিনা ও সাহিনা আক্তার।

হাইমচর উপজেলা সাব রেজিষ্ট্রার আরিফুর ইসলাম বলেন, আমি ২০২৪ সালের জুন মাসে এই কার্যালয়ে যোগদান করি। আজকে দুদকের একটি টিম ৬টি দলিলের জালিয়াতি সম্পর্কিত বিষয়ে অনুসন্ধানে আসে। আমি ওই টিমকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতা করেছি। এই কাজটি সম্পাদনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেন বলেন, হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের জেগে উঠা চরের জমি ব্যাক্তি মালিকানায় ৬টি দলিল সম্পাদন হয়। এই বিষয়ে আমাদের কার্যালয়ে অভিযোগ হয়। দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে অভিযান পরিচালনা করি। সাব রেজিষ্ট্রার কার্যালয়ে কাগপত্র অনুসন্ধান করে দুর্নীতির বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আরো কাগজপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা হবে। প্রতিবেদন তৈরী করে প্রধান কার্যালয়ে পাঠানোর পরে নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com