নিজস্ব প্রতিবেদক ।। দেশের সকল অঞ্চল/জেলা/ উপজেলা জেলা স্কাউটস্ এর কমিটি বাতিল করা হয়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশ স্কাউটস্ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শামছুল হকের স্বাক্ষরিক এক পত্রে উপজেলা, জেলা এবং আঞ্চলিক স্কাউটসের কমিটি বাতিলপূর্বক এডহক গঠন করতে বলা হয়েছে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশ স্কাউটস্ এর এডহক কমিটির দ্বিতীয় সভার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে জেলা স্কাউটস এর নির্বাহী কমিটি বাতিল করা হলেও প্রজ্ঞাপনের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক সকাল থেকে রাত অব্দি জেলা স্কাউট কার্যালয়ে অফিস চালিয়ে যাচ্ছেন। তার নিয়োগকৃত অফিস সহকারী আসিফ খান তাকে সঙ্গ দিয়ে অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য চাঁদপুর জেলা স্কাউটস্ এর সম্পাদক অজয় ভৌমিককে অপসারনের দাবীতে গত ১৭ নভেম্বর চাঁদপুরে বৈষম্য বিরোধী স্কাউট আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করে। সেই সাথে তারা বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব বরাবর অজয় ভৌমিক এবং হাসিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
এ বিষয়ে চাঁদপুর কমিউনিটি পুলিশিং ওপেন স্কাউটস গ্রুপ এর সম্পাদক সুফী খায়রুল আলম খোকন বলেন, প্রজ্ঞাপন জারি করে সকল কমিটি বাতিল করা হলেও কিকরে চাঁদপুর জেলা স্কাউটের সদ্য সাবেক সম্পাদক বহাল তবিয়তে অফিস খুলে বসেন। তার খুঁটির জোর কোথায় ভারত না বাংলাদেশে এটি জানতে চান। তেরি চাঁদপুর জেলা বিএনপির একজন উচ্চ সারির নেতার নাম বিক্রি করে নিজে আওয়ামী লীগ হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে স্কাউটকে কুক্ষিগত করে রেখেছেন।
ক্রিয়েটিভ রেসকিউ ওপেন স্কাউটস্ গ্রুপ সম্পাদক আরিফ হোসাইন অপু এবং ওব্যাট মুক্ত স্কাউটস্ গ্রুপের যুগ্ম সম্পাদক মারিয়া ইসলাম বলেন, জেলা প্রশাসক বৈষ্যম্য রিরোধী স্কাউট আন্দোলনকারীদের সক্রিয় রেখে
জেলা স্কাউটস্ এর সকল লিডারট্রেনার এবং সহকারী লিডার ট্রেইনারদের নিয়ে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান।