ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সাড়ে তিন মাসের প্রণয় নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তাছাড়া একই ঘটনায় আগুনে পুড়ে ছাঁই হয়েছে বসতবাড়ী।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মণ্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, দেবীপুরের মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো ভাটার কাজে বাইরে চলে যায়। দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুমিয়ে রেখে বাইরে গোবর কুড়াতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুন লেগে বসতঘড়ের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু প্রণয় পুড়ে অঙ্গার হয়ে যায়।পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এক শিশুর মৃত্যুতে একটি ইউডি মামলা হয়েছে।
মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি