ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন মসজিদে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মিলাদ মাহফিলের ইউনিয়ন লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন, সহ-সভাপতি মফিজুর রহমান,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুবিদপুর জামে মসজিদ:
একই দিনে কচুয়া সুবিদপুর জামে মসজিদে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার উন্নয়নের রূপকার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মহিতুল ইসলাম ফরহাদের উদ্যোগে এসময় কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো.জাকির হোসেন বাটা, উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ,নব-নির্বাচিত ইউপি সদস্য মোজাম্মেল হোসেন,ছাত্রলীগ নেতা মোশারেফ হোসেন আরো অনেকে উপস্থিত ছিলেন।
কচুয়া চৌহমুনী বাজার:
কচুয়া চৌমুহনী বাজারে জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এসময় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সহ-সম্পাদক, কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম স্বপন পাঠান, নবনির্বাচিত ইউপি সদস্য সবুজ হোসেন ফরাজীসহ মুসজিদের মুসল্লীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি শারিক ভাবে অসুস্থ্যতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি ২৪ জানুয়ারি রবিবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পরিপূর্ন সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মীরা সকলের কাছে দোয়া চান।