আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রশাসক শহিদুল ইসলাম পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন মমিনুর রহমান। এর আগে, গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানকে ঢাকা জেলায় পদায়ন করা হয়।
রোববার (১১ ডিসেম্বর) নবনিযুক্ত ঢাকা জেলা প্রশাসককে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ এবং দৈনিক স্বাধীন সময় পত্রিকার সম্পাদক মো. এনামুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ঢাকা জেলা ব্যুরো চিফ সাংবাদিক আলমাস হোসেন, সাংবাদিক হাজী আবুল হায়াত বাচ্চু, সাংবাদিক আরাফাত শুভ, সাংবাদিক বৃন্দাবন দাস প্রমুখ।
উল্লেখ্য, মমিনুর রহমান ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ কামালুর রহমান গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা রওশন আরা একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। মমিনুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে ন্যস্ত হন। পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্তি জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মমিনুর রহমান এবং স্ত্রী মোছা. রাবেয়া নাহার চেরী তিন ছেলের জনক-জননী।