বিনোদন ডেস্ক
দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী কারেনজিৎ কউর ওরফে সানি লিওন। একসময় পর্ন জগতের নায়িকা ছিলেন। কিন্তু বর্তমানে বলিউডে প্রতিষ্ঠিত তিনি। সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আইটেম গার্ল তিনি। তার রূপের আবেদন ঝড় তোলে যে কোনো বয়সী পুরুষের হৃদয়ে। অনেকেই বলেন, সানির বিকল্প হয় না। তবে এবার বাংলাদেশে প্রবেশের অনুমতি মেলেনি তার।
জানা যায়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার অনিবার্য কারণ দেখিয়ে তার কাজের অনুমতি বাতিল করে একটি নোটিশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এর আগে সানি লিওনসহ ১১ ভারতীয় শিল্পীকে “সোলজার্স” ছবিতে কাজের জন্য বাংলাদেশে আসার অনুমতি দেয় মন্ত্রণালয়।
এদিকে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করলেও বাকিদের অনুমতি বহাল রেখেছে তথ্য মন্ত্রণালয়। তারা হলেন কৌসানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত।