নিজস্ব প্রতিনিধি।। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভসূচনা হয়েছে।
১ জানুয়ারি বুধবার সকাল ১০টায়
স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা শেষে শোভাযাত্রায় সরকারি বেসরকারি অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত কর্মকর্তা ও শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়।
শুভসূচনাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা জামায়াত এর আমির এডভোকেট শাহাজান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।