সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে প্রতিরাতে কয়লা, পাথর, সুপারী, চিনি, নাসির উদ্দিন বিড়ি, কাঠ, গরু ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করাসহ নদীর তীর কেটে বিক্রি করা হচ্ছে বালি। এসব বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করাসহ উপজেলা পরিষদ ঘেরাও করে সভা শেষে ইউএনও‘র কাছে স্মারকলিপি দিয়েছে আমরা হাওরবাসী নামের একটি সংগঠন। তারপরও নদীর তীর কাটা ও চোরাচালান বাণিজ্য বন্ধ হয়নি বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোররাতে উপজেলার বালিয়াঘাট সীমান্তের দুধেরআউটা গ্রামের সামনে অবস্থিত পাটলাই নদীতে সোর্স পরিচয়ধারী ওই গ্রামের জিয়াউর রহমান জিয়া ও তার ভাই মনির মিয়া ৩টি স্টিলবডি ইঞ্জিনের নৌকা বোঝাই করে প্রায় ১২০মেঃটন, এই সীমান্তের লালঘাট এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম মিয়া, রতন মহলদার, কামরুল মিয়া ও মানিক মিয়া ২টি কাঠ বডি ও ১টি স্টিলবডি ইঞ্জিনের নৌকা দিয়ে ৪৫ মেঃটন ও চারাগাঁও সীমান্তের বাঁশতলার প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোর্স আনোয়ার হোসেন বাবলু, সোহেল মিয়া, সুলতান মিয়া, কুদ্দুস মিয়া, হারুন মিয়াগং ৩টি স্টিলবডি ইঞ্জিনের নৌকা দিয়ে ৭৫ মেঃটন, লালঘাট আদর্শ গ্রাম এলাকা দিয়ে আদম আলী, জামির আলী, রুবেল মিয়াগং ২টি স্টিলবড়ি বোঝাই করে ৬০ মেঃটন ও কলাগাঁও-জঙ্গলবাড়ি এলাকা দিয়ে সোর্স রফ মিয়া, রিপন মিয়া, নেকবর আলী, সাইফুল মিয়া ও লেংড়া জামালগং ৫টি স্টিলবডি ইঞ্জিনের নৌকায় ১৫০ মেঃটন চোরাই কয়লাসহ বিপুল পরিমান মাদকদ্রব্য বোঝাই করে নদীপথে বড়ছড়া শুল্কস্টেশন ও নেত্রকোনা জেলার কলমাকান্দা ব্রিজের কাছে অবস্থিত ডিপুতে নিয়ে যায়।
এছাড়া উচ্চ আদালতের (হাইকোর্ট) নিদের্শ অমান্য করে মামলায় জব্দ থাকা বাংলা কয়লাও চুরি করে নিয়ে যায় এই চক্রটি। অন্যদিকে প্রতিরাতে লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, চাঁনপুর সীমান্তের মাহারাম ও শান্তিপুর নদীসহ আরো একাধিক নদীর তীর কেটে নৌকা বৌঝাই করে বালি বিক্রি করা হয়। অন্যদিকে এই সীমান্ত দিয়ে কয়লা ও পাথর পাচাঁর করে ছিলা বাজার, শিমুল বাগান ও লাউড়গড় বাজারের আশেপাশে প্রকাশে মজুত করাসহ নাসির উদ্দিন বিড়ি, মদ, গাঁজা, কাঠ ও ইয়াবা পাচাঁর করে কামড়াবন্দ, শিমুলতলা, কাউকান্দি, তরং বাজার, নতুন বাজার, বালিজুরী, বাদাঘাট বাজার ও তাহিরপুর মসজিদ হাটি গ্রামে নিয়ে মজুত রেখে বিক্রি করা হচ্ছে।
এনিয়ে গত রবিবার (৯ জুলাই) বেলা ১১টায় সীমান্তের যাদুকাটা, মাহারাম ও শান্তিপুর সীমান্ত নদীর তীর কেটে বালি বিক্রি বন্ধের দাবীতে তাহিরপুর উপজেলা পরিষদ ঘেরাও করে প্রতিবাদ সভা করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দফতর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামাসহ আমরা হাওরবাসী সংগঠনের কৃষক ও সাধারণ জনগন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। তবে এদিন ভোরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালি বোঝাই ৩টি স্টিলবডি ও ৪টি কাঠবডি ইঞ্জিনের নৌকা আটক করা হয়। পরে বিকেলে উন্মক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত বালি ৩লাখ ৯০হাজার টাকায় বিক্রি করা হয়।
এব্যাপারে সীমান্তের লালঘাট গ্রামের জিয়াউর রহমান, রহিম উদ্দিন, বাবুল মিয়া, চারাগাঁও এর মোফাজ্জল, সাইকুল, জঙ্গলবাড়ি গ্রামের হযরত আলী ও দুধের আউটা গ্রামের ইউপি সদস্য ধন মিয়াসহ আরো অনেকে বলেন- গডফাদার হাবিব সারোয়ার (তোতলা আজাদ) তার সোর্স লাকমা গ্রামের রতন মহালদার, কামরুল মিয়া, লালঘাট গ্রামের ইয়াবা কালাম, দুধেরআউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া, তার ভাই মনির মিয়া, তরং শ্রীপুরের নেকবর আলী, বাঁশতলার আনোয়ার হোসেন বাবলু, সুলতান মিয়া ও কলাগাঁও গ্রামের রফ মিয়া, রিপন মিয়া, সাইফুলের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে অবৈধ ভাবে শতশত মেঃটন কয়লা পাঁচারের করে। পরে তারা পাচাঁরকৃত প্রতিটন অবৈধ কয়লা থেকে তাহিরপুর থানার নাম ভাংগিয়ে ৫হাজার টাকা, বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের নামে ২হাজার টাকা, সাংবাদিকদের নামে ১হাজার টাকা, চারাগাঁও ক্যাম্পের নামে প্রতি নৌকা ৫ হাজার টাকা ও ১বস্তা কয়লা (৪০কেজি) ৭০ টাকা করে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির নামে চাঁদা উত্তোলন করে। সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি করে তোতলা আজাদ ইতিমধ্যে হয়েগেছে কোটিপতি, আর তার সোর্সরা রাতারাতি হয়েছে লাখলাখ টাকা মালিক। তাই দুদুক ও সংশ্লিস্ট প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের সহযোগীতা জরুরী প্রয়োজন।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির বিষয়ে বিজিবি ক্যাম্প গুলোতে বারবার জানানোর পর কেউ কোন পদক্ষেপ নেয় না। তাই এব্যাপারে এখন আর কিছু বলিনা।
নৌকা ও বালি আটকের বিয়ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানান- একটি চক্র রাতের আধারে নদীর তীর কেটে অবৈধ ভাবে বালি বিক্রি করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে নৌকাসহ বালি তিনি জব্দ করেছেন। সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য এই অভিযান অব্যাহত থাকবে।