সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে পাচাঁরের সময় বিপুল পরিমান চোরাই কয়লাসহ ২টি ইঞ্জিনের নৌকা আটক করেছে বিজিবি। কিন্তু সোর্স পরিচয়ধারী চোরাকারবারীদের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টায় উপজেলার চারগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের একাধিক মামলার আসামী লেংড়া জামাল, হযরত আলী, কলাগাঁও গ্রামের রফ মিয়া, সাইফুল মিয়া, বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন বাবলু, সুলতান মিয়া, লালঘাট গ্রামের রুবেল মিয়া ও খোকন মিয়াগং ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে লামাকাটা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, বাঁশতলা ও লালঘাট এলাকায় পৃথক ভাবে নৌকা বোঝাই করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ১টি স্টিলের ও ১টি কাঠের ইঞ্জিনের নৌকা বোঝাই বিপুল পরিমান চোরাই কয়লা আটক করে। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে উপরের উল্লেখিত চোরাকারবারীরা কয়লা কোঝাই ২টি নৌকা ফেলে রেখে পালিয়ে যায়। রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে পাচাঁরকৃত প্রতিনৌকা (২০মেঃটন কয়লা ও চুনাপাথর) থেকে সোর্স পরিচয় দিয়ে রফ মিয়া ও সাইফুল মিয়া থানা-পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে ৩৫হাজার টাকা ও বিজিবির নাম ভাংগিয়ে ১০হাজার টাকা করে চাঁদা নেয় বলে জানা গেছে।
এব্যাপারে বৈধ কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী আবুল বাশার খান নয়ন ও ফজলু সরদারসহ আরো অনেকেই বলেন- সরকারের রাজস্ব দিয়ে বৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করে তা বিক্রি করতে পারিনা। সোর্স পরিচয়ধারী চোরাকারবারী রফ মিয়া ও তার কতিত গডফাদার, তাদের লোক দিয়ে অবৈধ ভাবে কয়লা ও পাথর পাচাঁর করে কম মূল্যে বিক্রি করে। একারণে বৈধ ব্যবসায়ীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার মোতালিব খান বলেন- অভিযান চালিয়ে অবৈধ কয়লাসহ ২নৌকা আটক করেছি ঠিক আছে। কিন্তু এব্যাপারে কিছু বলা যাবেনা। আমাদের উপরস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।