স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মোজাফ্ফরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার-২০১৭ইং সালের ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। গতকাল দুপুর ২টায় মাদ্রাসার হলরুমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরক্কাবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সুজিত রায় নন্দী। তিনি তার বক্তব্যে বলেন, আজকে যারা এই মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছো আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো ফলাফল করে এই মাদ্রাসাই পিরে আসবে। তোমাদের সকলের কাছে আমার অনুরোদ তোমরা ভালোভাবে পড়ালেখা করে বাংলার মুখ উজ্জল করবে। জাতী তোমাদের কাছে অনেক কিছু আশা করে। একদিন তোমাদের মাঝ থেকে বেরিয়ে আসবে এসপি, ডিসি, ম্যাজিস্টেট। তিনি বলেন, যারা ইসলামের ভুল ব্যাখ্যদিয়ে জঙ্গীবাদ সৃষ্টি করছে তারা ইসলামের সত্রু, দেশের শত্রু, সব্যতার শত্রু, মানবতার শত্রু তাদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে এবং এদের বিরুদ্ধে দুরবার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ, মাদক, ইভটেজিং, বাল্যাবিবাহ নির্মূল করে সত্য সুন্দর সোনার বাংলাদেশ গরবো। এটাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, এই মুজাফ্ফরিয়া এসলামিয়া সিনিয়র মাদ্রাসার জন্য আমার সার্বক্ষনিক সহযোগীতা থাকবে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা একতাবধ্য হয়ে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসবো।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ এম হাবিব উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার সহকরী শিক্ষক মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া। ৮নং বাগাদী ইউনিয়ের ৩ বারের সফল চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল গাজী, মাদ্রাসার সহসুপার নুর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ ফারুকী, হারুনুর রশিদ ছৈয়াল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল। সাবেক সাংগঠনিক সম্পাদক অড্যা. আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা তাতীলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা বিষয়ক সম্পাদক আসাদউল্যাহ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরয়ান থেকে তেলোয়াত পাট করেন মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আঃ মমিন।