প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে মসজিদে দান করা ১টি কাঠাল নিলামে বিক্রির বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরো ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম- মুখলেছুর রহমান (৬০)। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আছির আহমেদের ছেলে। আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোরে ওই আহত বৃদ্ধের মৃত্যু হয়। এখবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে নিয়ে এপর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত অর্ধশতাধিক লোকজনের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় স্থানীয় কৈতক, সুনামগঞ্জ ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে।
এই সংঘর্ষের ঘটনায় অন্য মৃতরা হলো-জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), একই গ্রামের আব্দুস সুফি মিয়ার ছেলে বাবুল মিয়া (৫০) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)। এঘটনার প্রেক্ষিতে অভিযান পৃথক অভিযান চালিয়ে দুইপক্ষের মোট ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন জানান- রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যুর পর দুইপক্ষের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। আবার অনেকেই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে আহত অবস্থায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি লুকিয়ে রয়েছে। আহত বৃদ্ধ মুখলেছুর রহমান ও চিকিৎসা নিতে না পেরে তার আত্মীয়র বাড়িতে মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত রবিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের মসজিদে একটি কাঠাল দান করেন স্থানীয় এক ব্যক্তি। পরে সেই কাঠাল প্রকাশে নিলামে বিক্রি করা নিয়ে ওই গ্রামের প্রভাবশীল সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। ওই সময় মসজিদের মুসল্লিারাসহ উপস্থিত থাকা স্থানীয় লোকজন তাদেরকে মিমাংসা করে দেন। কিন্তু তারই জের ধর গতকাল সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ডাকাডাকি করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রুপের বাবুল মিয়া ও নুরুল হক নামের ২জন ঘটনাস্থলেই মারা যায়। এবং এঘটনায় আহত হয়ে আরো অর্ধশতাধিক লোক। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শাহজাহান মিয়া নামের আরো ১জনের মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনের লাশ উদ্ধার করে এবং পৃথক অভিযান চালিয়ে দুইপক্ষের ৬জনকে গ্রেফতার করে। আর গুরুতর আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ ও সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। আবার অনেক আহতরা গ্রেফতার এড়াতে নিজে আত্মগোপনে রাখে। রক্তক্ষয়ী এই সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থল ও তার আশে পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষে মৃতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।