দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ছবক অনুষ্ঠিত হয়। তাতে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমিন জামে মসজিদের ইমাম মাওঃ জাফর আহমেদ সাজেব।
বক্তারা বলেন, এ মাদরাসায় গতানুগতিক সকল বিষয় পড়ানোর পাশাপাশি আরবি শিক্ষা দেয়া হয়ে থাকে। এতে তারা ইমান ইসলাম, আখেরাতের ইসলাম ধরে রাখতে পারে। আমরা নিজেদেরকে ইসলাম দাবী করি, তার মধ্যে যদি ইমামি ও ইসলামের শিক্ষা না থাকে সে উত্তরসূরিদের মাধ্যমে ইসলাম হয়ে কোনো লাভ নেই। তার মধ্যে দিনী ইসলামের শিক্ষা গ্রহনের একমাত্র স্হান হলো মাদা্সা। তেমনি এক মাদা্সা হলো দাওয়াতুল কুরআন মহিলা মাদা্সার। আমাদের প্রেরনা হলো মাদা্সার সাথে সুসম্পর্ক রাখতে হবে। এটা আমাদের অন্যতম দায়িত্ব। আপনার সন্তান সঠিক ভাবে মাদা্সায় পড়া লেখা করছে কিনা তার খোঁজ খবর নিতে হবে। মাদা্সা হলো দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের গঠনের দায়িত্ব হলো শিক্ষকদের কাছে। আপনারা কোনো ভাবেই শিক্ষার্থীদের অবমূল্যায়ন করবেন না। তাহলে শিক্ষার্থীরা ঝরে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,, হিলশা মেডিকেল সেন্টারের চেয়াম্যান মোঃ বাকি বিল্লাহ, ব্যবস্হাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, প্রবীণ ব্যাক্তি মাওঃ আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবকগন।
এবছর এ মাদরাসা্ থেকে শতভাগ পাশসহকারে তৃতীয় শ্রেণী থেকে জিপিএ ৫ পেয়েছে ১ জন। তার হলোঃ জান্নাতুল মাওয়া।
তাছাড়া এ মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা অসুস্হ্য হলে হিলশা মেডিকেল ও ডায়াগনিস্টিক সেন্টারের চিকিৎসা নিলে ৩০ ভাগ খরচ কম নেয়া হবে।