নিজস্ব প্রতিবেদক
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৭ টাকা, যা আগে ছিল ১৪৯ টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুদদারি করেছে।
তিনি আরও বলেন, অনেকে ধারণা করেছিলেন সামনে দাম বাড়বে, সেই পরিপ্রেক্ষিতে এই মজুদদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে ভোজ্য তেলের সরবরাহের ঘাটতি আছে। নতুন দাম আজকে থেকেই কার্যকর হবে। এরপরে আর সরবরাহ ঘাটতি থাকবে না বলে মনে করেন তিনি।
সময় আলুর দাম প্রসঙ্গে তিনি বলেন, আলুর সমস্যা দেখতে পাচ্ছি। আলুতে চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে। নতুন আলু বাজারে আসতে চার সপ্তাহ সময় লাগবে। সরকারের পক্ষ থেকে আলুর বাজারে স্থিতিশীলতা আনতে একটা পদক্ষেপ ছিল আমদানি সহজীকরণ, সেটা করা হয়েছে। এরচেয়ে ভালো আর কোনো সুযোগ ছিল না। ভারত থেকে সামান্য আমদানি হয়েছে। এছাড়া চাল, ডিম, চিনি, পোল্ট্রি মুরগীর বাজার স্বাভাবিক বলে উপদেষ্টা মনে করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, তেলের দাম বাড়ার কারণে খরচ ৪০ থেকে ৫০ টাকা বাড়বে। তবে অন্যান্য পণ্যে দাম যতটা কমেছে তাতে এই বাড়তি খরচ পরিবারের প্রতি বিশেষ কোনো চাপ সৃষ্টি করবে না।