শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শ্রমিক নেতা কিবরিয়া মিঝির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন  কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ বিল্লাল খান যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় অপহরন কারী আটক জুলাই বিপ্লবের ছাত্রলীগ সন্ত্রাসী এখন ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ছাত্রদলের প্রতিবাদলিপিঃ বীরগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ নবাগত ইউএনও‍‍`র সাথে বিভিন্ন শ্রেণী পেশার মতবিনিময় অনুষ্ঠিত। কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। পুঠিয়ায় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দৈনিক চাঁদপুর বার্তার আনন্দ ভ্রমনে দেখে এলাম প্রকৃতির লাস্যময়ি রূপ কক্সবাজার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩০০ বার পঠিত হয়েছে

মানিক দাস // চাঁদপুর শহরের সুপরিচিত মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সাথে সব সময় শ্লোগানকে নিয়ে প্রতিষ্ঠিত দৈনিক চাঁদপুর বার্তা পরিবার আনন্দ ভ্রমণ কক্সবাজার সম্পন্ন করেছে। প্রকৃতির লাস্যময়ি রূপ দেখতে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বিশাল জলরাশির সমুদ্র সৈকত কক্সবাজারে। কথায় আছে “দেখা হয় নাই চক্ষু মেলিয়া – ঘর হতে দু পা বাহিরে ফেলিয়া “সত্যি প্রকৃতির এমন অপরূপ দেখতে আমরা গত ৭  মার্চ চাঁদপুর থেকে রওনা হয়ে গিয়েছিলাম কক্সবাজারে।

সেদিন রাত ১০ টা ১০ মিনিটে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চাঁদপুর বার্তা পরিবারের প্রায় ৮০ জন সদস্য নিয়ে হিলসা পরিবহনের দুটি বাস নিয়ে  কক্সবাজারের  উদ্দেশ্যে যাত্রা শুরু করে।  পরিবহনের প্রথম বাস টি দায়িত্বে ছিলেন চাঁদপুর  বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী আর ২ নং বাসের  দায়িত্বে ছিল  সহকারী বার্তা সম্পাদক মানিক দাস। বাস দুটি  রাত সাড়ে ১০ টায় হাজীগঞ্জ বাজারে পৌছে যায়।হাজীগঞ্জ ব্রিজ থেকে নামার সময় ২ নং বাসের চালক জিয়া ভাই দেখতে পান  হঠাৎ বাসের  সামনে একটি  অটো রিক্সা। হাট ব্যাক করলে ছিটকে পরে মানিক ও সাকুর্লেশন ম্যানেজার রাসেল রাড়ি।

চাঁদপুর বার্তার  ফরিদগঞ্জ ব্যুরো তাপস চক্রবর্তী ও ফরিদগঞ্জ উপজেলা  প্রতিনিধি  জাকির হোসেন সৌকত বলে দাদা ব্যাথা পেয়েছেন। না দাদা পাইনি। নিজের কষ্ট নিজের মধ্যে লুকানোর চেস্টা। রাত সোয়া ১১ টায় দোয়াভাঙ্গার একটু পূর্ব পাশে  থেকে সঙ্গী হন হুমায়ন কবির  ভাই ও ভাবি। রাত পৌনে ১২ টায় চলে আসি কুমিল্লা  বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে হিলশা বাস দুটি  ছুটে আপন গতিতে চার ল্যান রাস্তা দিয়ে।  রাত ১২ টায় চৌদ্দগ্রামের মিয়ার বাজার টাইমই স্কয়ারে।রাত পৌনে ১ টায় টাইমস স্কয়ার থেকে আবারো যাত্রা শুরু কক্সবাজারের পথে ।

রাত যখন পৌনে ২ টা বাস চলে আসে মিরেরসরাইল। আর শহীদ ভাইয়ের গাড়ি তখন আমাদের পিছনে। রাত ৩ টায় কক্সবাজার প্রবেশের নতুন ব্রিজ টোল ঘরে বাস এসে দাঁড়ায়। রাত সাড়ে ৩ টায় চন্দনাইশ মুজাফরাবাদ নজরুল ফিলিং স্টেশনে তেল নেয়া হয়।তারপর কিছু পথ আসলে দুই কিঃমিঃ যানজট । কাভার্ড ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। এখানে আমাদের সময় শেষ হয়ে যায়। ভোর রাত ৫ টায় যানজট মুক্ত হয়ে হিলশা বাস চলা শুরু করে কক্সবাজারের পথে। সকাল ৬ টা ৩৫ মিনিটে আমাদের বাস আসে চকরিয়া।

তখনো কক্সবাজারের দূরত্ব ৫১ কিঃমিঃ। যে বাস চকরিয়া আসার কথা ছিল  ভোর ৫ টায়। সকাল ৬ টা ৪৮ মিনিট বাস আসে বাঁশখালি।খোদাইবাড়ি ইসলামাবাদ ঈদগাহ সদর কক্সবাজার রাশেদ ফিলিং স্টেশন ২ নং বাস সকাল ৭ টায় কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করে।

কক্সবাজার লিংক রোডে সকাল ৭ টা ৪০ মিনিটে আসে ।তারপর বাস আসে কলাতলির হোটেল গ্যাক্সির সামনে। টিম লিডার ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারীর নির্দেশনা মতে  বাস থেকে নেমে হোটেল গ্যালাক্সির ভেতরে প্রবেশ করি, শহীদ পাটোয়ারী ভাই  সবাইকে রুম বুঝিয়ে দিলেন। যারযার মতো সবাই রুমে চলে যাই। কিছু সময় পর ডাক পরলো সকালের নাস্তা খাওয়ার। নাস্তায় ছিল ডিম খিচুরি।  খেয়ে যার যার মতো বের হলো সুগন্ধা ব্রিচে।দুপুর  ২ টা পর্যন্ত সুগন্ধায় ভ্রমণ শেষে এবার ডাক পরলো দুপুরের খাবার খেতে। ম্যানু ছিল ভাত, শুটকি, সবজি আর ডাল।

শহীদ ভাইয়ের নির্দেশ বিকাল সাড়ে ৩ টায় চান্দের গাড়ি দিয়ে ইনানী ব্রিচ ভ্রমন করা। আমার উপর পরলো দায়িত্ব চান্দের গাড়ি ভাড়া করার। কক্সবাজারে চান্দের গাড়ি যে স্ট্যান্ড থেকে ভাড়া দেয়া হয় সেই স্ট্যান্ডের মনু ভাইয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে ৩ হাজার ২ শ টাকা করে ৫ টি গাড়ি ভাড়া করি। ইনানী যাবার পথে লিডার শহীদ ভাই আর সহকারী মানিক দাস একই গাড়িতে, এখানে সবাই ফ্রি বিচরন। সন্ধ্যায় আবার চলে আসা হয় গ্যালাক্সি হোটেলে। রাত ৯ টায় রাতের খাবার ভাত মুরগি আর গরুর মাংস। তারপর রাত্রি যাপন। আবার কেউ কেউ ব্রিচে গিয়ে রাতের প্রাকৃতিক সুন্দর্য অবলোকন করলো। এভাবে কেটে যায় দৈনিক চাঁদপুর বার্তার আয়োজিত আনন্দ ভ্রমনের প্রথম দিনটি।
৯ মার্চ বুধবার সকালে  ঘুম থেকে উঠে ৬ টায় মানিক দাস পরিবার নিয়ে চলে  যায় সুগন্ধা ব্রীচে। লবনের পানিতে গা ভাসিয়ে ভিজে নেয়া কয়েক ঘন্টা ।সকাল ৮ টায় ভেজা কাপড়ে চলে আসি হোটেলে। তখনো শহীদ ভাই ঘুমথেকে উঠেনি। জানতাম আমাকে ডাকতে পারে। মোবাইলে কল আসলো, শহীদ ভাই বললো মানিক সবাইকে নাস্তা খেতে যেতে বলো। সবাই নাস্তা খাচ্ছে। রুটি, সব্জি, ডাল আর ডিম মামলেট। সাথে এক কাপ গমর গরম চা। সকালের নাস্তা সেরে শহীদ ভাইয়ের নির্দেশ মতো ৫১১ও ৩১১ নাম্বার কক্ষে সবার ব্যাগ ও লাগেজ রাখতে বলা হলো। বাকি সব রুম ছেড়ে দেয়া হলো। নারীদের কথা চিন্তা করে দুপুরে রুম বাড়ানো হলো ৩০৮ ও ৩০৯ নং। সেখানে ও নারীদের বিশ্রামের ব্যবস্হা। আবার পুরুষ সদস্যদের ঘুরা ঘুরি। এর মাঝে রুম নিয়ে একটু মান অভিমান।
সন্ধ্যা ৫ টা ৪৫  মিনিটে গ্যালাক্সি  রিসোর্টের সম্মুখ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বাস ছাড়া হয়। সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে আমরা চলে আসি খরুলিয়া বাজার।  সন্ধ্যা  ৬ টা ৪০ মিনিটে আমরা  চলে আসি রামু  পার হয়ে ঈদগা বাস স্টেশনে। সন্ধ্যা ৭ টায় খুটাখালী চকরিয়া। রাত ৭ টা ২৫  মিনিটে আমরা চকরিয়া পৌর বাস স্টেশন যানজটে আটকা পরি। রাত পৌনে ৮ টায়  ইনানী রিসোর্ট হারবাং চকরিয়া কক্সবাজারে যাত্রা বিরতি। রুটি আর চায়ের আপ্পায়ন।  ৪৫  মিনিট যাত্রা বিরতির পর পুনরায় আমাদের যাত্রা শুরু। রাত ৯ টা ৪০ মিনিটে চলে আসি দেওয়ান হাটে। রাত ১০ টা ১০ মিনিটে রওশনের হাট চন্দনাইশ  চট্টগ্রাম অতিক্রম করি।

রাত সাড়ে দশটায় চট্টগ্রামের পটিয়া কাগজী পাড়া এলাকায় যানজটে আটকা পড়া হয়। জাকির ভাই নেমে ক্যান ক্ল্যামন খাওয়ায়।সহিদুল তার বাচ্চাকে চিপর্স কিনে দেয়।রোকন ভাই বলে দাদা কিছু খাওয়ান। রাত সাড়ে ১১ টায় যানজট থেকে মুক্ত হয়ে আবার চাঁদপুরের পথে যাত্রা শুরু। রাত পৌনে ১ টায় চলে আসি  কর্ণফুলি ব্রিজে। রাত ১  টা ১৫  মিনিটে অবস্থান নেই  চট্টগ্রাম শহরের অলংকার মোড় এলাকার আলিফ রেস্তোরা এন্ড বিরানী হাউসে। রাতের খাবার খেয়ে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা হই রাত  ২ টা ২০ মিনিটে।

ভোর রাত ৪ টা ৫০ মিনিটে আমরা আসি  কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড হোটেল নুরজাহানে। আমাদের ভ্রমনের ১ নং  গড়ি ( ঢাকা মেঃ ব ১৪-৭২৩০) ড্রাইভার ফিরোজ ভাই আর ২নং গাড়ির ( ঢাকা মেঃ ব ১৪-১৫৮৫) ড্রাইভার জিয়া ভাই। নুরজাহানে বিরতি শেষে ভোর রাত সোয়া ৫ টায় আবার যাত্রা করি চাঁদপুরের পথে। দোয়াভাঙ্গায় নেমে যান হুমায়ন ভাই ও ভাবি।  হাজীগঞ্জে  আসি সকাল ৬ টা ১০ মিনিটে। বাবুরহাটে পলাশ দে ও শহিদুল ইসলাম খোকন। ওয়ারল্যাছ মোড়ে নামে তাপস চাক্রবর্তি,  জাকির হোসেন সৈকত এবং কামরুজ্জামানের পরিবার।

প্রথম দিন রাতে ভািবর সাথে মান অভিমান করে কামরুজ্জামান ভাই চলে আসেন ফরিদগঞ্জে।  এমনি ভাবে দু বাসের যাত্রি নামাতে নামাতে   সকাল পৌনে ৭ টায় আমাদের বহন করা হিলশা দুটি বাস এসে থামে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে।সেখানে শহীদ ভাই, আমি, আশা, হাইমচরের জাকির ভাই, আলমগীর নেমে গেলে আমাদের চাঁদপুর বার্তার আনন্দ ভ্রমনের সমাপ্ত ঘটে। আমাদের সফরে সঙ্গী ছিল স্টাফ রিপোটার কাজী হুমায়ন কবির ও পরিবার ( শারাস্তি) কামরুজ্জামান ও পরিবার ( ফরিদগঞ্জ),রোকনুজ্জামান ও পরিবার  ( মতলব দক্ষিণ), শহিদুল ইসলাম খোকনও পরিবার  ( মতলব উত্তর) , জাকির হোসেন ও পরিবার ( হাইমচর), শাহরাস্তি ব্যুরো জামাল হোসেন ও পরিবার, ফরিদগঞ্জ ব্যুরো তাপস চক্রবর্তী পরিবার , উপজেলা প্রতিনিধি ফরিদগঞ্জ জাকির হোসেন সৈকত পরিবার,  উপজেলা প্রতিনিধি মতলব দক্ষিণ আবু সায়েম,নির্বাহী সম্পাদক শাহ্ আলম মল্লিক ও পরিবার, সহকারী বার্তা সম্পাদক মানিক দাস ও পরিবার, চীফ রিপোটার ও ফটোগ্রাফার মুহাম্মদ আলমগীর ও পরিবার, স্টাফ রিপোটার পলাশ কুমার দে ও পরিবার,  কম্পিউটার কাম স্টাফ রিপোটার সাদ্দাম হোসেন ও পরিবার,  সার্কুলেশন বিভাগ ইনচার্জ রাসেল রাঢ়ী। চাঁদপুর বার্তার শুভা কান্খি ও নাট্যাভিনেতা রুনা আক্তার আশা। তবে চাঁদপুর বার্তার এ আনন্দ ভ্রমনে বার্তা পরিবারের সদস্যদের শিশু সন্তানেরা সবচেয়ে বেশি আনন্দ করে সমুদ্র সৈকতে কাটিয়েছে। তবে আনন্দ বিনোদন করেছে ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী ভাইয়ে দু পুত্র সন্তান ইফাজ ও ইজাজ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com