নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে কোহেলী খাতুন (১০) নামের এক ছাত্রীসহ তার বাবা কোরবান আলী (৩২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার সাড়ে ৯ টার দিকে জেলার রাণীনগর উপজেলায়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার বিকালে জেলা মর্গে প্রেরন করেছেন।
নিহত বাবা-মেয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মেয়ে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত কোরবান আলী একজন বাকপ্রতিবন্ধী মানুষ। সে কথা বলতে পারতো না এবং কানেও কম শুনতো। তার স্ত্রীর অন্য এক যুবকের পরকিয়ার সম্পর্ক ছিল। এরমধ্যে সোমবার পূর্বরাতে নিহতের স্ত্রী পার্শ্ববর্তী এক ছেলের সাথে তার ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর সে মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পরে। আজ সকালে কোরবান আলী তার মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৯ টার দিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ এলাকায় আত্মহত্যা করে। স্থানীয়রা লাইনের উপর তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।