আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রজাকপুর মধ্যপাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে শিমুলিয়া এলাকায় বন্ধুর শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠে।
শিশুর পরিবারের অভিযোগ, সকাল ১০ টার দিকে শিশুকে সুকৌশলে নিজবাড়ী রজকপুরে বেড়াতে নিয়ে আসে। সন্ধার ৭ ঘটিকায় শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে পালিয়ে যায়। শিশুর গোপনাঙ্গ ক্ষতস্থান দেখে ঘটনা বুঝতে পারেন। শিশুটি তার মাকে আকারে ইঙ্গিতে বোঝায়, শিশুটি মা বুঝতে পেরে তার পিতাকে জানালে, তার বন্ধুকে কৌশলে ডাকে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে সেখানে নওগাঁ এনএসআই এর উপ-পরিচালকসহ কয়েকজন সদস্য মাদারমোল্লা বাজারে উপস্থিত হয়ে বাজারে লোকজনের সহযোগিতায় ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ধর্ষিতা শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও ধর্ষণকারী বর্তমানে নওগাঁ সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।