1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ভারতে মহানবী (সা:) কে অবমাননা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন না ড. ইউনূস চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক চাঁদপুর শহরে কিশোরগ্যাং দমনে পুলিশের ঝটিকা অভিযান  আশুলিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৪ মতলব উত্তরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন মুন্সীগঞ্জে বালুবাহী বাল্কহেড মালিক সমিতির নতুন কমিটি গঠন মারফত সভাপতি, সাইদুর সম্পাদক বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেল প্রথম চালানে ১৮ মেট্রিক টন ইলিশ টাকা দিয়ে বাড়ি ফিরছেন আওয়ামী লীগ নেতারা, অস্বীকার বিএনপির জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ২৮ সদস্যের জামিন বাতিল

নগর সমন্বয় কমিটির সভায়  আমি একটা জাহাজ নিয়ে নেমেছি,,,,পৌরসভার প্রশাসক একরামুল ছিদ্দিক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি ( টিএলসিসি র)  সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক একরামুল ছিদ্দিকির সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়ার পরিচালনায় নগর সমন্বয় কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতি বক্তব্যে চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল ছিদ্দিক বলেন, আমি একটা জাহাজ নিয়ে নেমেছি।পানিতে জাহাজ দোল খাচ্ছে। এক সময় তা তীরে ভিড়বে। সবাইকে সাথে নিয়ে পৌর এলাকায় কাজ শুরু করা হয়েছে। আমি প্রথমে প্রকৌশলীকে নিয়ে সড়কের সমস্যা ঘুরে দেখতে গিয়েছি।বিশেষ করে পুরান বাজার লোহার পুল, কমিম পাটোয়ারী সড়ক ও ট্রাক রোড। তিনি আরো বলেন,  রঘুনাথপুরে কবরস্হান দখল করার কথা জানতে পেরে রাতেই দ্রুত ঘটনাস্হলে ছুটে গিয়ে তা রক্ষা করেছি। পুরো শহরকে সিসি ক্যামেরার আওয়তায় নেয়া প্রয়োজন। আমাদের সবার দায়িত্ব পুলিশের পাশে দারানো। আমরা খুলা মনে কাজ করতে চাই। আমি আমজনতার কথা শুনতে প্রস্তুত। অনেকেই বিভিন্ন কাজের ছবি ভিডিও আমাকে ম্যাসেজ দিচ্ছে। আমি প্রতিদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত বিচার কার্য পরিচালনা করতে হয়। তারপর আবার পৌরসভায় কাজ করতে আসতে হয়। আমি সবার কথা শুনি। তার জন্য আমি চাঁদপুর পৌরসভায় একটা গ্রুপ খুলেছি। আমি যদি আপনাদের কল ধরতে না পারি তবে আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন। আমি যত রাত হোক কল দিয়ে অভিযোগ শুনবো। চাঁদপুর পৌরসভা অরক্ষিত, তাই প্রধান ফটকের গেইট জরুরী। তা সহসাই লাগানো হবে।আমি দায়িত্ব নেয়ার সময় এটি ধংস যজ্ঞ ছিল। নাগরিকদের সেবা দিতে আমি দ্রুত ব্যবস্হা গ্রহন করেছি।যেমন নাগরিক সনদ, জম্মনিবন্ধন, ওয়ারিশ সনদ এগুলোর গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। স্টাফদের কে এলার্ট করা হয়েছে যেন কেউ হয়রানির স্বিকার না হয়।জনপ্রতিনিধিদের বলা হয়েছে আমি অনেককেই চিনি না তাই আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন।
অন্যান্য বক্তারা বলেন, লোহার পুল থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তায় বহু গর্তের সৃষ্টি হয়েছে তাতে ঝুকি বেড়েছে।চাঁদপুর পৌরসভায় ৩৬ টি পূজা অনুষ্ঠিত হবে। বিসর্জনের জন্য পৌরসভা থেকে ঘাট সংস্কার করা হয়।চাঁদপুর পৌরসভার থেকে সড়ক প্রসস্ত করণের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বিটি রোডে এক প্রভাবশালি তার দোকান তিন ফুট রাস্তায় নিয়ে এসেছে। শাপলা চত্বর, শপথ চত্বর সর্বশেষ আল্লাহু চত্বর করা হয়েছে। চাঁদপুর কে নান্দনিক করার কাজ চলছে। ট্রাক রোডের কাজ শুরু হয়েছে সেজন্য বিকল্প সড়ক ব্যবহরের জন্য করা প্রয়োজন। সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দোকান ঘরের রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া মরহুম করিম পাটোয়ারী সড়কের কাজ চলছে। ট্রাক রোডের শুরু হয়েছে। ব্যাংক কলোনীতে ড্রেনের কাজ করা হচ্ছে।আইডব্লিটির মোড়ে পিডিবির ট্রান্সফর্মারের সমস্যা থাকার কারণে পৌরসভা থেকে বিদ্যুতের ব্লাব লাগানোর পর তা কেটে যায়।
বক্তব্য রাখেন, তমাল কুমার ঘোষ,কাজী শাহাদাত, ডাঃ মোস্তাফিজুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা আজহারুল ইসলাম, সেলিম পাটোয়ারী ,প্রকৌশলী সামসুদ্দোহা, অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, রাজিব শর্মা, রাধা গোবিন্দ গোপ, নহর পরিকল্পনাবীদ সাজ্জাদ হোসেন, রূপালী চম্পক,  প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নাজমা আলম।
উপস্হিত ছিলেন, বেবি সাহা,  কাউন্সিলর ইউনুস সোহেব, সাইফুল ইসলাম, ফেরদৌসী আক্তার, আয়শা রহমান, আয়শা বেগম, চান মিয়া মাঝিসহ আরো অনেকে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews