নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে সিন্দুবালা(৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সিন্ধুবালা উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়(হিন্দুপাড়া) গ্রামের মৃত কর্ণধরের স্ত্রী। তার পরিবারের সদস্যরা জানায় সামবার সকালে সিন্ধুবালা নিজ বাড়ীতে শীতের কারনে চুলায় আগুন তাপানোর সময় অসাবধানতা বশত তার শরীরের পরনের কাপড়ে আগুন ধরে যায়। আগুনে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার চিকিৎসা সম্ভব নয় বলে তাকে বাড়ীতে ফিরে নিয়ে আসা হয়। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার সকালে সে মারা যায়।