নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য চলতি শীত মৌসুমে ৪ হাজার ১৪০টি কম্বল ও কম্বল ক্রয়ের জন্য ৬ লাখ টাকা সরকারী ভাবে বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান বরাদ্দপ্রাপ্ত কম্বল গুলি উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে ৪৬০ টি করে কম্বল বিভাজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে সেগুলি বিতরণ কার্যক্রম চলছে। পরবর্তীতে কম্বল ক্রয়ের জন্য যে ৬ লাখ টাকা বরাদ্দ এসেছে তা দিয়ে কম্বল ক্রয়ের প্রক্রিয়া চলছে।