1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে সরকারি কাজের গুরুত্ব বাড়ানোর জন্য জরুরী সভা পুরান বাজার জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রার সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি বাজার ভরা মৌসুমি ফল নাগালের বাইরে দাম চাঁদপুর শহরের পুরানবাজারে ব্যবসা-প্রতিষ্ঠান দখল চেষ্টার অভিযোগ চারাগাঁও সীমান্তে রাতে কয়লা,দিনে বালি পাচাঁর: দেখার কেউ নাই চাঁদপুরে সমাজ সেবার সামাজিক নিরাপত্তার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত আশিকাটিতে জাতীয় সঞ্চয় পত্রের গ্রাহকদের উদ্বুদ্ধ করনে আলোচনা সভা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবাঅষিকী শত প্রতিকূলতার মাঝেও দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এনটিভি সুনামগঞ্জে নৌকা ডুবি: নারীসহ ৩ জন নিখোঁজ, ৪ জন উদ্ধার

নেত্রকোনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নেত্রকোনা-মদন প্রধান সড়কে কাইটাইল ইউনিয়েনের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম শনিবার (১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন— মদন থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শাহাজাহান সিরাজী, এসআই সামিউল ইসলাম, এএসআই জামিল হোসেন ও কনস্টেনল রাসেল মিয়া। তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের ফুটবল খেলা চলছিল। খেলা নিয়ে তর্কে জয়পাশা ও কেশজানী গ্রামের কিশোরদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে দুই গ্রামের লোকজন সন্ধ্যায় নেত্রকোনা-মদনের প্রধান সড়কে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিত লোকজন আহত হন। প্রধান সড়কে সংঘর্ষ থাকায় ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে আহত ৩৪ জন রোগীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু রোগী আবার চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে আবারও ওই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ানোর জন্য মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা সালিশ বৈঠকে বিষয়টি আগামী চার দিনের মধ্যে সমাধান করবেন বলে জেনেছি। এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews