আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে হাই অ্যালার্টে (উচ্চ সতর্ক) অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন এ নির্দেশ দেন বলে জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাস।
পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই আমাদের দেশের বিরুদ্ধে বন্ধুত্বহীন পদক্ষেপ নিচ্ছে না। নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারাও আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। তাই আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধকালীন সময়ের বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি।