পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার নির্মাণাধীন মূসা খাঁ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে পুঠিয়া উপজেলার পীরগাছায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।
এসময় প্রকল্প পরিচালক আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর পরিদর্শন করেন এবং সেখানে পুনর্বাসিতদের সঙ্গে কথা বলেন।
তাঁর সফরসঙ্গী হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ এবং সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।