বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
গণঅ‌ধিকার প‌রিষদের বি‌ক্ষোভ সমাবেশ ও স্মারক‌লি‌পি প্রদান চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড বিএন‌পির ২নং মহল্লা ক‌মি‌টির স‌ম্মেলন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান

পুঠিয়ায় আইন মন্ত্রনালয়ের কথিত সচিবের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১১ বার পঠিত হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী পুঠিয়া উপজেলায় আইন মন্ত্রণালয়ের (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ) এর সিনিয়র সহকারী সচিব ( ড্রাফটিং) আরিফুল ইসলামের কোটি কোটি টাকা ঘুষ বানিজ্য, অবৈধ ভূমি দখল, অর্থ-আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে গত ১৮ মে সকাল সাড়ে ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা পরিষদ প্রধান গেটের সামনে তার নিজ এলাকাবাসীরা মানববন্ধন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সভাপতি আবদুল মতিন মুকুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশঁরাফ খান ঝুন্টুসহ একাধিক ভুক্তভোগি পরিবার।

এ সময় ভাইস-চেয়ারম্যান মুকুল বলেন, আমরা পুঠিয়া বাসী আরিফের নিকট এখন জিম্মি হয়ে পড়েছি। কোটি কোটি টাকা মূল্যের সে জমি কিনেছে। শুধুমাত্র সরকারী কর-ফাঁকি দেওয়ার জন্য প্রতিটি দলিল করা হয়েছে হেবা কিংবা দানসত্ত্ব।

পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত) আইরিন পারভিন বলেন, পুঠিয়ার কোনো স্থানে জমি বিক্রি হলেই সেই জমি আরিফ বেশি টাকা দিয়ে কিনে নিচ্ছেন। তার নিজ গ্রাম বারইপাড়া (খাঁ-পাড়া) গ্রামের একাধিক এলাকাবাসীরা বলেন, আরিফ আইন মন্ত্রনালয়ের একজন সহকারী সচিব (ড্রাফটিং) তার ক্ষমতা ও টাকার বড়াই দেখিয়ে আমাদের এলাকায় বিভিন্ন জনের উপর অত্যাচার বিশৃংখলা সৃষ্টি করছে। তার জুলুম নিপিড়ন থেকে বাঁচার জন্য আজ আমরা মানববন্ধন করে আইন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। দূর্নীতিবাজ এই সচিব আরিফ অর্থ-লোভী। গত ২২/০৪/২৩ ইং তারিখ ঈদের দিন অকারনে পুঠিয়া বাজারে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুল মজিদের সাথে ঝামেলা সৃষ্টি করে ১,০০,০০০/- টাকা আদায়ের জন্য প্রধান শিক্ষকের ছেলে ও ভাতিজার নামে তার পক্ষের লোককে বাদী করে মিথ্যা একটি ছিনতাই মামলা করিছেন। সচিব আরিফুল তার আপন ফুপাতো বোন পপি’র নিকট থেকে তার ছেলেকে চাকুরী দেবার নাম করে ২,৫০,০০০/- (দুই  লক্ষ পঞ্চশ হাজার) টাকা ঘুষ গ্রহণ করে। পরে তার চাকুরী না হলে
তার বোনকে সেই টাকা ফেরত দিতে নানা রকম তালবাহানা করে। টাকা ফেরত না পেয়ে আরিফের চাচাতো বোন পপি রাজশাহী কোর্টে টাকা আদায়ের জন্য একটি মামলা করেন। দূর্নীতিবাজ আরিফুল সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক (লাইসেন্স) করে দিবে বলে তারই চাচাতো ভাইয়ের ছেলে আসিক এর নিকট থেকে ১,০০,০০০/-টাকা নিয়ে লাইসেন্স করে দেয় নাই এবং টাকাও ফেরত দেয়নি। এই ভাবে সে এলাকার অনেক লোককে চাকুরি দিবে বলে লক্ষ লক্ষ টাকা ঘুষ হিসাবে গ্রহন করে। ওই টাকা চাইতে গেলে পুলিশের ভয় দেখায়। গত ১৮/০২/২৩ইং তারিখে তার ছোট ভাই মামুন আরিফের ক্ষমতাবলে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের সাবেক ছাত্র নেতা নুরশাদ আলীকে রাজবাড়ী বাজারে শারীরিক ভাবে লাঞ্ছিত করে হুমকি প্রদান করেন। এ ঘটনায় আমি নিজে আরিফকে জিঙ্গাসা করলে সে আমাকে হুমকি দেয়।

পুঠিয়া বাজার থেকে বারইপাড়া (খাঁপাড়া) পথ চলার একমাত্র সরকারী রাস্তা, রাস্তাটি তার জমির পাশ দিয়ে হওয়ায় সে দাবী করে এই রাস্তা তার জমির মধ্যে, সে জন্য রাস্তার এক পার্শ্বে ছোট ছোট খেঁজুর লাগিয়েছে যার কাঁটাও কাটেনা কাউকে কাটতেও দেয় না। আবার অন্য পাশ্বে কলা গাছ লাগাইছে সেখানে একটি সোলার ল্যাম্প দেওয়া আছে কিন্তু কলা গাছের পাতার জন্য কোন আলো রাস্তায় পাওয়া যায় না। জনাব আরিফুল ইসলাম নিজে সচিব দাবী করে গ্রামে কিছু অসামাজিক ১০-১২ জন লোক নিয়ে সমাজ গঠন করে মসজিদের ইমাম সাহেবের বেতন ও খাবারও দেয় না। মসজিদের জমির মধ্যে জমি আছে বলে অযৌক্তিক দাবী করে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেয়। এক জায়গাতে আরো তিনটি সমাজ আছে তাদের সাথে কোন প্রকার মিল রাখে না। পচন খাঁ তার ছোট বউকে মহরানা পরিশোধ বাবদ ৫ কাঠা জমি রেজিষ্ট্রি করতে গেলে এই আরিফ প্রতারনা করে দুইটি দলিল করে পচন খাঁর কবর স্থান সহ ১৪ কাঠা জমি নিজ নামে রেজিষ্ট্রি করে নেয় পরে পচন  খাঁ জানতে পারলে সে বলে পরে ন্যায্য মূল্য দিবো। কিন্তু কিছুদিন পরে ওই টাকা চাইতে গেলে সে অস্বীকার করে। এই শোকে পচন খাঁ হার্টফেল করে মারা যায়। গ্রামে বিলের মধ্যে আরিফ ৫ কাঠা জমি ক্রয় করে ভেকু নিয়ে এসে ২০ফিট গভীর করে পুকুর খনন করে। এতে অন্যান্য চাষিদের ফসলে সেচ কাজ ব্যাহত হয়। কারণ পার্শ্বজমির মালিক গন যাতে কম দামে তার কাছে জমি বিক্রয় করে। এলাকায় আমরা গরিব মানুষ ফসল করার জন্য প্রয়োজনীয় সার পাই না অথচ আরিফ তার ক্ষমতার অপব্যবহার করে পুঠিয়া থানার বিসিআইসির সার ডিলার থেকে বস্তা বস্তা সার বাজার মূল্যে কিনে গুদাম ভর্তি করে পরে চওড়াদামে বিক্রি করে। এতে সময় মত কৃষক সার পায়না। এমনকি সে নাটোরের নলডাঙ্গায় গিয়ে সচিব পরিচয় দিয়ে মিথ্যা কথা বলে যে আমার বাড়ি তোকিয়া ঢালান। ঐখানকার সার ডিলারের কাছে থেকে সার নেওয়ার সময় তার প্রতারনা ধরা খেয়েছিল। পরে তার পরিবারের অন্যান্য সদস্যরা নলডাঙ্গা ইউএনও সাহেবের কাছে লিখিত মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে। গরিব মানুষ কিছু জমি টেন্ডার নিয়ে চাষাবাদ করে সে সহ্য করতে না পেরে বেশি টাকা আগাম দিয়ে ওই জমি টেন্ডার নিয়ে নেয় যাতে গরিব মানুষ গুলো আর নিতে না পারে। ২০২১ সালে পুঠিয়া (এমএসবি) ব্রিকস ভাঁটা থেকে ট্রাক্টর ভাড়া নিয়ে আজও পর্যন্ত ভাড়া দেয়নি বরং চাইতে গেলে হুমকি দেয়।

বারইপাড়ার পাশ্ববর্তী গ্রাম বালাদিয়াড় গ্রামের আবদুল মালেক নামের এক ব্যক্তি ৫ (পাঁচ) বিঘা জমি টেন্ডার নিয়ে ফসল করতো। এই আরিফুল ইসলাম জমির মালিকে আগাম বেশি টাকা দিয়ে তার ফসল থাকা অবস্থায় জোর করে জমি দখল করে। তারা বলতে গেলে পুলিশের ভয় দেখায়। আরিফুল কান্দ্রা গুচ্ছগ্রামের দক্ষিন পার্শের মাসুমের জমি ২৩,০০০,০০/-(তেইশ লক্ষ) টাকায় ক্রয় করে ২০,০০০,০০/- টাকা (বিশ লক্ষ) টাকা দিয়ে রেজিষ্ট্রি করে নেয় বাকী ৩,০০০,০০/- (তিন লক্ষ) টাকা বাকী রেখে পরে দিবে বলে সময় নেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের পর আরিফ আর টাকা দেয় নাই এখন তাকে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, আজ যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা তাদের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে তা সঠিক না। আমাকে নাজেহাল করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। আমি এলাকার সব অপরাধ গুলিকে প্রতিবাদ করে থাকি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com