মানিক দাস // ৯ নভেম্বর শনিবার লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস উপলক্ষে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হয়ে। চাঁদপুর শহরের পুরান বাজার লোকনাথ মন্দিরের আয়োজনে ২৮ তম ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। একই সাথে
নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা দিন ভর উপবাসব্রত পালন করে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করে । সন্ধ্যার পর ভক্তরা মন্দিরে ধূপতি, ধূপ, প্রদীপ, ঘৃত,আগরবাতি, মোমবাতিসহ আনুসাঙ্গিক পূজার সরঞ্জামাদি নিয়ে মন্দিরে সমবেত হয়। পরে লোকনাথ মন্দিরে পুরোহিত কেদারনাথ চক্রবর্তী ও টুটুল চক্রবর্তীর সাথে মন্ত্রপাঠ করে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। বিগত বছরের ন্যায় এ বছর ও পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্হাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে। ভক্তরা উপবাস ব্রত পালন করে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে অংশ গ্রহন করে।ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে লোকনাথ মন্দিরের সভাপতি প্রমোদ দাস ও সাধারন সম্পাদক দীপক রায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে যেসব ভক্ত অংশ গ্রহন করে সে সকল ভক্তকে শুভেচ্ছা জানান।উপবাসি ভক্তদের জন্য পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্হাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কতৃপক্ষ এক সিদ্ধ প্রসাদের ব্যবস্হা করেছে। ঘৃত প্রদীপ প্রজ্জলন শেষে ভক্তরা মেঘনা নদীতে প্রদীপ ভাসান।
পূর্বের দিন ৮ নভেম্বর ঠাকুরের অধিবাস ও মাঙ্গলিক ঘট স্হাপন করা হয়। রাতে বাবার ফল ও মিশ্রি ভোগ নিবেদন করা হয়।
গতকাল ৯ নভেম্বর সকালে বাবার মিশ্রি ভোগ নিবেদন করা হয়।পরে বাল্যভোগ নিবেদন করা হয়। সকাল ১০ টায় বাবার ষোড়ষ পূজা, দুপুরে রাজভোগ নিবেদন ও দুপুর ২ টায় প্রসাদ বিতরন করা হয়।সন্ধ্যা ৬ টায় লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ দানের মহাপূজা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ সাহা, জেলা জম্মা অষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারন সম্পাদক কার্তিক সরকার, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ আরো অনেকে।