ছোটন সরদার রাজশাহী।
দেশব্যাপি বেড়েই চলেছে বেকারত্বের হার,সল্প ও উচ্চ শিক্ষা নিয়ে অনেক যুবক যুবতী বেকারত্ব নামক বোঝা বহন করছে।নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধির কারনে অকেজো হয়ে পড়ছে সাংসারিক জীবন। এজন্য সরকারী বেসরকারী ও বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে এগিয়ে নেওয়ার জন্য,নানা ধরনের হাতের কাজর প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামদহ আদিবাসী গ্রামে অনুষ্ঠিত হয় অধিকার ও দক্ষতা উন্নয়ন এবং হাতের কাজ প্রশিক্ষনের বিষয়ে দ্বিমাসিক আলোচনা সভা।আলোচনা সভায়, শিশু শিক্ষা, জেন্ডার,অধিকার, বাল্যবিবাহ,দক্ষতা উন্নয়ন ও নানা ধরনের হাতের কাজের প্রশিক্ষন গ্রহনের বিষয়ে অবগত করেন, ( IED)আইইডি সংস্থার ফেলো(fellow)ip রাজশাহী। জনাব আন্দ্রিয়াস বিশ্বাস (এ্যান্ড্রু)।তিনি নারী ও পুরুষ সকলের উদ্দেশ্যে বেশ কয়েকটি হাতের কাজের প্রশিক্ষন গ্রহনের কথা বলেন।১।অটোমোবাইল /ডিজেল ইন্জিন মেরামত ২।স্যানিটারি ও প্লাম্বিং ৩।ইলেকট্রিশিয়ান/টিভি/ফ্রিজ মেরামত ৪।মোবাইল সারভিসিং ও টেইলারিং ৫।বিউটি পারলার/সেলুন/কম্পিউটার মেরামত, এসকল কাজের প্রশিক্ষন গ্রহনের জন্য সকলকে উদ্ভুদ্ধ করেন।এবং অবগত করেন প্রশিক্ষণার্থী সকলকে মাসিক তিন হাজার (৩০০০)টাকা এক বছর প্রদান করা হবে।এছাড়াও প্রশিক্ষন গ্রহনের পর প্রতিষ্ঠান দাড় করার সময় প্রাথমিক সহযোগিতা দেওয়া হবে।এছাড়াও তিনি রাষ্টীয় ভাবে সাধারণ মানুষের অধিকারও সামাজিক উন্নয়ন, ও শিশু শিক্ষা, বাল্যবিবাহ সম্পর্কে সচতনতা মূলক বক্তব্য রাখেন।ও বাস্তবায়নে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন