২০ ডিসেম্বর শুক্রবার রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।পরে ২১ ডিসেম্বর শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।
জোহা আক্তার পাশ্ববর্তী চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মতিন ভূঁইয়া বাড়ি (জোহা আক্তারের নানার বাড়ি)-এর বসত বিল্ডিংয়ের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন খর্গপুর গ্রামের হাজী বাড়ির সৌদী প্রবাসী খোরশেদ আলমের মেয়ে ২ সন্তানের জননী হাফছা বেগম (২৭) গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে।
২১ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় দিকে পিতা খোরশেদ আলমের পাকা ঘরে ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শনিবার দুপুর ১টায় হাফছার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় ।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে,মৃত হাফছা একজন রাগী অভিমানি ছিলেন। তিনি এর আগেও ২বার আত্মহত্যা চেষ্টা করেছিলেন। কিন্তু এবার নিজেই আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছেন । তিনি অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয় এবং পরিবারসুত্র ধারনা করছেন। মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতালের পরে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠান।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।