আলমাস হোসেন :ঢাকা জেলা প্রতিনিধি
ফুটপাত ও মহাসড়ক দখল মুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জামাল শিকদার এর নেতৃত্বে এ অভিযানে ফুটপাত ও মহাসড়ক দখল করে বসা প্রায় দুই হাজার দোকানপাট উচ্ছেদ করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন ফুটপাত এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, কাঁইচা বাড়ি, বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে গতকাল(১৫ নভেম্বর) অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে ফুটপাত ও মহাসড়কের দখল ছেড়ে দিতে মাইকিং করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, আশুলিয়া একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে অনেক কল-কারখানা রয়েছে। এখানে অনেক মানুষের বসবাস। তাই রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচলও বেশি। ফুটপাত দখল হয়ে গেলে পথচারীদের চলাচলে অসুবিধা হয়। তাছাড়া মহাসড়কেরও কিছু অংশ দখল করে দোকান বসানো হয়। ফলে রাস্তায় যানজট লেগেই থাকে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং যানজট নিরসন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় আশুলিয়া থানাধীন মহাসড়ক ও ফুটপাত দখল করে বসা প্রায় দুই হাজার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জামাল শিকদার বলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান স্যারের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজকে উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ দখলদারদের ভবিষ্যতে ফুটপাত দখল করতে নিষেদ করা হয়েছে। ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখতে সর্বদা তৎপর থাকবে আশুলিয়া থানা পুলিশ।