নিজস্ব প্রতিনিধি:।। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। নতুন চার রঙ্গা বই হাতে পেয়ে বেশ উচ্ছসিত শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল আমিন একাডেমী, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লেডীপ্রেতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হারত নতুন বই তুলে দেন।
বই বিতরণকালে জেলা প্রশাসকে সাথে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।